খুঁজুন
মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড লিমিটেড

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২৫৮ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে গ্রামীণ ফার্মা এইডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট পিএলসি শেয়ারদর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ।

বৃস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিয়াস পিএলসি, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অর্গন ডেনিম লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ফু ওয়াং ফুড লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

আরো পড়ুন:  হরতালে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে লিকুর বিরুদ্ধে দুদকের চার মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ
১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে লিকুর বিরুদ্ধে দুদকের চার মামলা

৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব–২ গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৩ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির উপপরিচালক মো. আহসানুর কবীর পলাশ বাদী হয়ে দুইটি, সহকারী পরিচালক মো. রাকিবলু হায়াত বাদী হয়ে একটি ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলামা মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

মামলায় লিকুর স্ত্রী, ভাই, ভগ্নিপতি ও কেয়ারটেকারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ৩৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
চার মামলার মধ্যে লিকুকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় তার বিরুদ্ধে ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় তার বিরুদ্ধে ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। লিকুসহ এই মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন– লিকুর স্ত্রী রহিমা আক্তার, ভগ্নিপতি শেখ মো. ইকরাম, লিকুর ভাই– গাজী মুস্তাফিজুর রহমান (দিপু), ভাগিনা তানভীর আহম্মেদ, ব্যবসায়িক অংশীদার মো. লিয়াকত হোসেন সবুজ ও মো. কালু সেখ, লিকুর বাসার কেয়ারটেকার হামিম শেখ, তার ম্যানেজার মিন্টু রহমান ও মো. আরাফাত হোসেন।

মামলাগুলোর এজাহারসূত্রে জানা যায়, স্ত্রী রহিমা আক্তার তার ৯টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৩৪৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন। একইভাবে শেখ মো. ইকরাম তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত ৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ৫ লাখ ৭৩ হাজার ২৯৭টাকা, গাজী মুস্তাফিজুর রহমান (দিপু) তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৯ কোটি ৪৬ লাখ ১১ হাজার ৯৬৩ টাকা, তানভীর আহম্মেদ ১৯ কোটি ৮৮ রাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা, মো. লিয়াকত হোসেন (সবুজ) ৩ কোটি ৪৪ লাখভ ৬০ হাজার ২৬৩ টাকা, আসামি মো. কালু সেখ তার ব্যক্তিগত ও যৌথ নামে পরিচালিত ৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৬ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬৪৯ ও লিকুর কেয়ারটেকার হামিম শেখ ৪টি ব্যাংক হিসাবে ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২৭৭ টাকা লেনদেন করেন।

আরো পড়ুন:  পঞ্চগড়ের তাপমাত্রা ৮.৪ ডিগ্রি, বৃষ্টির মতো ঝরছে শিশির

এ ছাড়া, গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে ২৩ কোটি ২৫ লাখ ৯৯ হাজার ৮৬৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় লিকুকেও আসামি করা হয়েছে।

লিকুর ভগ্নিপতি শেখ মো. ইকরামের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলায় তাকেও আসামি করা হয়েছে। এই মামলায় ইকরামের বিরুদ্ধে ১৪ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৩৪৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

শীর্ষ সংবাদ:
১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে লিকুর বিরুদ্ধে দুদকের চার মামলা ভ্যাট বাড়ানোয় মানুষের অসুবিধা হবে নাঃ আলী ইমাম মজুমদার শিক্ষার্থীরা সব পাঠ্যবই ফেব্রুয়ারির মধ্যে পাবেঃ শিক্ষা উপদেষ্টা শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে অনৈতিক প্লট গ্রহণের অভিযোগে ৩ মামলা ‘শনীর দশা’ কাটছে না শেয়ারবাজারে, লেনদেন ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা নাম পরিবর্তনের অনুমতি পেল কর্ণফুলী ইন্স্যুরেন্স দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স লিমিটেড লেনদেনের শীর্ষে গ্রামীণ ফোন লিমিটেড দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নির্মাণকাজ সেনাবাহিনীকে দেয়ার দাবিতে সচিবালয় অভিমুখে জবির শিক্ষার্থীরা আমরণ অনশনে পুলিশের ৪০তম ব্যাচের উপ-পরিদর্শকগণ খারাপ বায়ুর শহরে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে ১৯১ জনকে নিয়োগ দিবে সরকার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করবে কানাডা রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ টিউলিপের পর এবার দুর্নীতির আলোচনায় সায়ান এফ রহমান বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিয়ে আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্র সূচক সমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ