সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২৫৮ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে গ্রামীণ ফার্মা এইডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট পিএলসি শেয়ারদর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ।
বৃস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, জেনেক্স ইনফোসিয়াস পিএলসি, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অর্গন ডেনিম লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ফু ওয়াং ফুড লিমিটেড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।