খুঁজুন
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

সূচকের উত্থানের শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
সূচকের উত্থানের শেষ হলো লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃদ্ধি পেয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৩টি কোম্পানির, বিপরীতে ৭৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো পড়ুন:  উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয়-সাশ্রয়ী: প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই

মুন্সীগঞ্জের দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় এই ঘটনা ঘটে। 

এতে দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরতর আহত ব্যক্তি অমিতের (২৮) নাম জানা গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে ঢাকা-শ্রীনগর রুটে আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি কাভার্ডভ্যান পার্কিং করা ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের সাত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, রাত সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। গুরুতর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী সকাল পৌনে ১০টার দিকে বলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় রাত ১১টার দিকে মাওয়ামুখী লেনে দাঁড়ানো কর্ভাডভ্যানে যশোরগামী বাসের ধাক্কায় দুই যাত্রী মারা গেছেন। এতে ৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে অতিরিক্ত গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়েছে। কাভার্ডভ্যান ও বাসটি আমরা জব্দ করেছি, তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:  লভ্যাংশ দেবে না অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স
শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই কুমিল্লা ও সিলেটে ভূমিকম্প প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতারে বাসভবনে দক্ষিণ কোরিয়ান আইনশৃঙ্খলা বাহিনী আমদানি ও রপ্তানির সকল কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ শেখ হাসিনার প্রেস সচিবের ‍একাউন্টে ৩৮৬ কোটি টাকা হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রি কেয়া গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের দুই মামলা হালনাগাদকৃত ১৮ লাখ ভোটারের তথ্য প্রকাশ করা হবেঃ ইসি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সরকার নিত্যপণ্যের শুল্ক জিরো করা হয়েছেঃ অর্থ উপদেষ্টা সোনালী ব্যাংকে বেক্সিমকোর ১ হাজার ৬০০ কোটি টাকা খেলাপি ঋণ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস অধিনায়কত্ব ছাড়লেন শান্ত বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক পিএলসি লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা পিএলসি ডিসেম্বরে রপ্তানি আয় ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ পাবেন ঢাকাতে জেঁকে বসেছে তীব্র শীত