উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয়-সাশ্রয়ী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা বড় অবদান রাখে। আইইবি দেশের মানুষের সেবা করে যাচ্ছে, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আইইবি’র ৬১তম কনভেনশনে কৃষিসহ অন্যান্য খাতে উদ্ভাবনী শক্তি ব্যবহার করে দেশের কল্যাণে কাজ করতে ইঞ্জিনিয়ারদের প্রতি আহবান জানান সরকার প্রধান।
শেখ হাসিনা জানান, সরকার প্রকৌশলীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে নেয়া পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই চায় সরকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। দেশের উন্নয়নে ভূমিকা আছে প্রকৌশলীদের। পরিবেশবান্ধব, টেকসই, খরচের দিক বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা তৈরির আহবান জানান প্রকৌশলীদের প্রতি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য তৃণমূল থেকে উন্নয়ন করা। তৃণমূলের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
আপনার মতামত লিখুন