২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৯২৫ জনকে বৃত্তি দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছেন ৮৩৪ জন। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮শ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।
রবিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ এর সই করা এ তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, মেধাবৃত্তি প্রাপ্ত ৯১ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন, ব্যবসায় শিক্ষার ২৩ জন এবং মানবিক থেকে ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৮৩৪ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪১৭ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২০৯ জন এবং মানবিক বিভাগ থেকে ২০৮ জন শিক্ষার্থী রয়েছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃত্তির মেয়াদ ২০২৩ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত। এর মধ্যে মেডিক্যালে অধ্যয়নরতদের পাঁচ বছর, কারিগরি ও কৃষি কোর্স, এলএলবি সম্মান কোর্স এবং ডিগ্রি অনার্স কোর্সে অধ্যয়নরতদের চার বছর, ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরতদের ৩ বছর বৃত্তি প্রদান করা হবে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রতিবছর সরকারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। এবছরও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯২৫ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে ৮৩৪ জন।