খুঁজুন
শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৭৪ আরোহীর সবাই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৭৪ আরোহীর সবাই নিহত

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া সামরিক উড়োজাহাজটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এটিকে ‘বর্বরোচিত’ কাজ বলে অভিহিত করেছে। তবে মন্ত্রণালয় এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দীবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দীরা ছিল কিনা তা তারা যাচাই করে দেখছেন।

আরো পড়ুন:  উপকূলের নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে অনেক গ্রাম

সাংবাদিকদের জন্য ‘আর্থিক অনুদান নীতিমালা’ প্রণয়নের কাজ চলছেঃ এম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ণ
সাংবাদিকদের জন্য ‘আর্থিক অনুদান নীতিমালা’ প্রণয়নের কাজ চলছেঃ এম আবদুল্লাহ

অন্য পেশার তুলনায় সাংবাদিকদের আয়ুর জায়গাটায় সমস্যা হচ্ছে। সাংবাদিকদের মৃত্যু হার বেশি, শেষ বয়সে অসহায় হয়ে যান। সন্তান যাদের কাছে নেই, ওষুধপত্র খাওয়ার মতো সঙ্গতি নেই। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ এসব কথা বলেছেন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষ্যে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজশাহী বিভাগের ৫ জেলার (রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁ ও পাবনা) ২৬ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে এম আবদুল্লাহ বলেন, প্রবীণ সাংবাদিকদের আর্থিক অনুদানের নীতিমালা প্রণয়নে কাজ করছি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি আমি মাস ছয়েক দায়িত্বে থাকলে প্রবীণ সাংবাদিকদের জন্য ভাতা চালু করে যাব।

তিনি বলেন, সাংবাদিকদের চিকিৎসার জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। যারা পেশাগত দায়িত্ব পালনকালে মামলা-মোকদ্দমার শিকার হন, তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটি ল’ইয়ার্স প্যানেল গঠন করা হবে। এছাড়া সরকারি অনুদানের জন্য যোগ্য প্রত্যেক সাংবাদিককে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর দেশের ৩৫০ জন সাংবাদিকের জন্য সম্মানি বরাদ্দের ব্যবস্থা করেছিলাম, সেটি শেষ পর্যায়ে রয়েছে। বরিশাল ও সিলেট দিয়ে প্রথম কিস্তি শেষ হবে। বিভাগীয় শহর ও বৃহত্তর জেলাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমাদের উপদেষ্টা অত্যন্ত সাংবাদিকবান্ধব। তিনি সাংবাদিকদের কাজের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেন না এবং সাংবাদিকরা এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন। গায়েবি জায়গা থেকে ফোন যায় না। আরো কিছু সুখবর আসতে যাচ্ছে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, চিকিৎসার জন্য কী করা যায়, পথ খুজছি। বিশেষভাবে ঢাকায় বড় হাসপাতালে চুক্তির আওতায় সাশ্রয়ী রেটে চিকিৎসা করানোর চেষ্টা করছি। আমাদের নিজস্ব জায়গা বরাদ্দ নেওয়া যায় কিনা সেই প্রাণান্তকর চেষ্টা করছি। যদি নিতে পারি হাই রেস বিল্ডিং হবে। কল্যাণ ট্রাস্টের নিজস্ব অফিস হবে, হাসপাতাল হবে, ডরমিটরি থাকবে, ঢাকার বাইরের সাংবাদিকরা নামমাত্র খরচে যাতে থাকতে পারেন। এছাড়া ভবনের ভাড়া দিয়ে আর্থিকভাবে শক্তিশালী হওয়া যাবে। হাসপাতালে সাংবাদিকরা বিশেষ সুবিধায় চিকিৎসা পাবেন, সেটা চিন্তা-ভাবনায় রয়েছে।

আরো পড়ুন:  পূনরায় চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট হলেন মনিরা আক্তার

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক সরদার আব্দুর রহমান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন প্রমুখ।

শীর্ষ সংবাদ:
সাংবাদিকদের জন্য ‘আর্থিক অনুদান নীতিমালা’ প্রণয়নের কাজ চলছেঃ এম আবদুল্লাহ না ফেরার দেশে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৭১ জন পর্যটকসহ সাগরে আটকা পড়েছে এমভি গ্রিন লাইন দক্ষতা দেখিয়ে সিলেট থেকে ঢাকায় বদলী হয়ে প্রাণ দিলেন নয়ন সচিবালয়ের আগুনের ঘটনা তদন্ত হওয়া উচিতঃ সেনা সদর সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজার স্বাভাবিক হবেঃ অর্থউপদেষ্টা তিন সিকিউরিটিজ হাউজের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি সচিবালয়ে প্রবেশ বন্ধ, কর্মকর্তা-কার্মচারীরা গেটের বাইরে দুর্ণীতির প্রমাণ লোপাট করতেই সচিবালয়ে আগুন! সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আগুনে বেশি ক্ষতি হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবালয়ের আগুন নেভানোর কাজে নিয়োজিত কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা সচিবালয়ের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী-পুলিশ সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নিঃ ফায়ার সার্ভিস ডিজি সচিবালয়ে আগুন, নিয়স্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আব্দুল মুয়ীদ চৌধুরীর পদত্যাগ চান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত হয়েছেন ডিসিরা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো ষড়যন্ত্রের অংশ সংস্কার শেষের আগে নির্বাচন নয়ঃ আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এস আলম কোল্ড রোল্ড স্টিলস কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ