চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধামা জুয়েল গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জুয়েল প্রকাশ ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল চান্দগাঁও থানাধীন কসাইপাড়ার বাসিন্দা জয়নাল আবেদীন জুনু প্রকাশ জুনু চেয়ারম্যানের ছেলে। এক সময় বাবা-ছেলে দুজনই পেশায় কসাই ছিলেন। পরবর্তীতে জুয়েল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এসব তথ্য নিশ্চিত করে বলেন, জুয়েল চান্দগাঁও থানাধীন কসাইপাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এলাকায় ধামা জুয়েল এবং হামকা জুয়েল নামে সে পরিচিত।
নগরীর ভয়ংকর ছিনতাইকারী গ্রুপ ‘হামকা গ্রুপ’ এর প্রধান হামকা রাজু’র ভাই ধামা জুয়েল। পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাদের নাম রয়েছে।
তার বিরুদ্ধে চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুতবিচার আইনসহ ৮টি মামলা রয়েছে। এরমধ্যে চান্দগাঁও থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় তাকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত।
এরপর থেকেই পলাতক ছিলেন জুয়েল। মঙ্গলবার নগরীর কালামিয়া বাজারে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৭)। দুপুর সোয়া ২টার দিকে গ্রেপ্তার হয় জুয়েল। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র্যাবের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন