১২ দিন সাগরে ভেসে বাড়ি ফিরলো ১৫ জেলে
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগর উপকূলের গহিরা সরেঙ্গা ঘাট থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৫ জেলে বাড়ি ফিরেছেন। টানা ১২ দিনের বেশি সময় সমুদ্রে ভেসে থেকে জীবিত ফিরে আসায় আনন্দের শেষ নেই স্বজনদের। গত রোববার কোস্ট গার্ড ওই জেলেদের উদ্ধারের পর বুধবার (১৭ জানুয়ারি) বাড়ি ফিরে যান তারা।
জানা গেছে, গত ৩ জানুয়ারি ১৫ জেলে এফ বি মা জননী নামের ট্রলারটি নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান। ওই দিন রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সেই থেকে সাগরে ভাসছিলেন তারা। কূল-কিনারাহীন সাগরে হারিয়ে যান তারা, ফুরিয়ে আসে খাবার। গভীর সাগরে চরম সংকটে পড়ে জেলেরা। এভাবে ভাসতে ভাসতে একসময় দেশের সমুদ্রসীমা পেরিয়ে মিয়ানমার জলসীমাও পার হয়ে যায় ট্রলারটি। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার না হওয়ায় একসময় বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা।
রবিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ওই জেলেদের তাদের ট্রলারসহ নিয়ে সেন্টমার্টিন উপকূলে পৌঁছায়। সেখানে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেন্ট মার্টিন কোস্ট গার্ড জেটিতে অবস্থান নিয়ে ট্রলারের ইঞ্জিন মেরামতের কাজ শেষে বুধবার সকালে আনোয়ারায় ফিরে আসে।
এদিকে নিখোঁজ জেলেরা ফিরে আসায় আনন্দের বন্যা বইছে স্বজনদের মাঝে। পরিবার-পরিজনের কাছে ফিরে আনন্দের শেষ নেই জেলেদেরও। মা-বাবাকে জড়িয়ে ধরে জালাল উদ্দিন নামে এক জেলে বলেন, ট্রলারের খাবার শেষ হয়ে গেলে চারদিন ধরে কিছু খেতে পারিনি। সাগরের চারদিকে পানি আর পানি। তখন আল্লাহ্ আর মা-বাবাকে স্মরণ করেছিলাম। এক পর্যায়ে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলাম। অবশেষে মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ আমাদের দেখতে পেয়ে তারা আমাদের খাবার দেয় এবং উদ্ধার করে নিয়ে আসে।
ট্রলারের মালিক ওবায়দুল হক মুন্না বলেন, টেকনাফের দুই জেলেসহ ট্রলারে ১৫ জন জেলে ছিলো। উদ্ধারের পর ওই দুইজনসহ ১৫ জেলে ফিরে আসায় আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই।
আপনার মতামত লিখুন