খুঁজুন
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১

সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ণ
সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ!

ফরিদগঞ্জে সরকারি সড়কের ক্ষতি করে স্থাপনা নির্মাণ করছেন এক প্রবাসী। চেয়ারম্যানের নির্দেশনাকে বৃদাঙ্গলী দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন প্রাবসী সুমনের ভাই ও স্ত্রী। রাষ্ট্রের সম্পদ নষ্ট করার অভিযোগ উঠেছে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের চৌকিদার বাড়ীর আব্দুল কাদের (৬৫) এর ছেলে সৌদি প্রবাসী মো. সুমন হোসেন (৩৫) এর বিরুদ্ধে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শরিফ হোসেন খান কাজটি পর্যবেক্ষণ করে উপজেলা নির্বাহী অফিসার থেকে স্থাপনা নির্মাণের অনুমোদন আনার কথা বলে আপাতত নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশ দিলেও কাজ চালিয়ে যাচ্ছে প্রবাসী মো. সুমন হোসেনের ছোট ভাই সবুজ হোসেন নবী (৩০)।

সরেজমিন দেখা যায়, গৃদকালিন্দিয়া থেকে কালিবাজারগামী ইসিজি সড়কের দক্ষিণ পাশে মো. সুমন হোসেন এর পাকা দালান। এর সম্মুখভাগে দশ ফিট দূরত্বেই সড়কের পাশে নির্মাণ করা হচ্ছে ভবনের সেইফটি টাংকি। মাটির স্থলভাগ সড়কের নিচে দিয়ে মাটি খুঁড়ে টাংকির বেইজ বের করায় ইতিমধ্যে সড়কের একাংশ ধসে পড়ার অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ফাটল ধরেছে সড়কে। ওই সড়কে মালবাহী ভারী ট্রাক বা যে কোন বড় বাহন প্রবেশ করলেই সড়কটি ধসে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে আছে স্থানটিতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সেইফটি টাংকিটি একাংশে সরকারি জমি রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা গ্রহণ না করলে সরকারি জমি বেদখলের পাশাপাশি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সরকারি জমি থেকে এ অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

সুমনের স্ত্রী স্বপ্না বলেন, আমরা আমাদের জায়গায় ট্যাংকি করছি। চেয়ারম্যানকে বলেছি প্রয়োজনে রাস্তার যে অংশ ভাংছে সেখানে বালু ফেলে ভরাট করে দিবো।

১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফ হোসেন খান জানান, চরমুঘুয়া চৌকিদার বাড়ির প্রবাসী সুমন তার ভাইয়ের নেতৃত্বে তার বসত ঘরের সেইফটি টাংকি নির্মাণের সংবাদ পেয়ে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। এবং নির্মাণ কাজ বন্ধ রেখে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিস থেকে অনুমোদন চাওয়ার নির্দেশ জারী করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মৌলী মণ্ডল জানান, বিষয়টি আমি মাত্র জানলাম। আগামীকাল আমি সেখানে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের তরুণ যুবকেরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়। দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশেষ করে আমি তরুণদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন তবে এটি কখনোই হবে না।’

তরুণদের দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন। কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে।’

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি যদি ছাত্রবিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অপরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না।’

সূত্র- বাসস

শীর্ষ সংবাদ:
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে নাঃ এনবিআর চেয়ারম্যান নতুন সংবিধান কার্যকর করবে বর্তমান সরকারঃ মাহফুজ আলম ২৮ হাজার ৭৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে অক্টোবরে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সীমা প্রত্যাহার দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু ২২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ইলিশ ধরা শুরু কূটনৈতিক মিশনে পরিবর্তন হচ্ছে ‘গভর্নর হাউজ’ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর কমতে পারে দূর্নীতি-অদক্ষতায় পুঁজিবাজারের পরিস্থিতি করুণঃ ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের পোশাক মালদ্বীপ হয়ে রপ্তানি হচ্ছে, ভারতের মাথায় হাত সাত কলেজের শিক্ষার্থীদের আগামী দুই দিন ক্লাশ-পরীক্ষা বর্জন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা