১০ জানুয়ারি নতুন সরকার!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ২২৪ টি আসনে জয় পেয়েছে দলটি। এখন যে ফলাফল প্রকাশিত হয়েছে বলা হচ্ছে এটা বেসরকারি ফলাফল। এটাই নিয়ম। ফলাফল গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর তা সরকারি হিসেবে গণ্য হয়। নির্বাচন কমিশন এই গেজেট প্রকাশের ব্যবস্থা করবেন। এটা আনুষ্ঠানিক ফলাফল।
গেজেটে ফলাফল প্রকাশের পর জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। শপথ গ্রহণের পর সংসদ নেতা নির্বাচন করবেন সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যগণ। পঞ্চমবারের মত সংসদ নেতা হিসেবে শেখ হাসিনা নির্বাচিত হবেন এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।
এরপর সংসদ নেতা হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করবেন। এই স্বাক্ষাতের সময় রাষ্ট্রপতি সংসদ নেতাকে সরকার গঠনের অনুরোধ জানাবেন। অফিসিয়াল অনুরোধ পাবার পর মন্ত্রিসভা গঠন করা হবে। এরপর রাষ্ট্রপতি মন্ত্রীসভাকে শপথ পাঠ করাবেন।
একটি সূত্রমতে সংসদ সদস্যদের গেজেট মঙ্গলবার প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে ওই দিন শপথ নিয়ে পরদিন সরকার গঠনের সুযোগ রয়েছে। এমনটা হলে আগামী বুধবার ১০ জানুয়ারি সরকার গঠন করা হতে পারে। ঐ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের বিজয় উৎসবও পালন করা হতে পারে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের পরিকল্পনা আছে আওয়ামী লীগের।
২০১৮ সালের সর্বশেষ নির্বাচনে ২৫৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর আগে ২০১৪ সালে ২৩৪ এবং ২০০৮ সালে ২৩০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে দলটি। এবারের মতো আগের তিনটি নির্বাচনেও জাতীয় পার্টি (জাপা), ১৪ দলসহ অন্যদের সঙ্গে জোট-মহাজোট করে নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ।
আপনার মতামত লিখুন