আওয়ামী লীগের প্রার্থী ২৬৫, স্বতন্ত্র ৩৮২
এবারের সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৯৫ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের ২৬৫ জন প্রার্থী রয়েছে। আর স্বতন্ত্র থেকে ভোটে অংশগ্রহণ করেছেন ৩৮২ জন।
রাজনৈতিক দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্রার্থী অংশগ্রহণ করছেন এবারের সংসদ ভোটে। অন্যদিকে, রাজনৈতিক দলের বাইরে গিয়ে সবচেয়ে বেশি প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করছেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলগুলোর মধ্যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও স্বতন্ত্র থেকেই বেশি প্রার্থী ভোটে অংশগ্রহণ করছে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে
কোন দল থেকে কতজন প্রার্থী অংশগ্রহণ করছেন
বাংলাদেশ আওয়ামী লীগের ২৬৩ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ২৯ জন, গণ ফোরামের ৯ জন, গণফ্রন্টের ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জাপা) ২৬৫ জন, জাতীয় পার্টি-জেপির ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৬৪ জন, তৃণমূল বিএনপির ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বিকল্প ধারা বাংলাদেশের ১০ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৪ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৬ জন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) ৪ জন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন সংসদ ভোটে অংশগ্রহণ করছে।
আপনার মতামত লিখুন