খুঁজুন
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১

বেসরকারিখাতকে প্রাধান্য দিয়ে পুঁজিবাজার গভীর করার পরামর্শ দিয়েছে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ
বেসরকারিখাতকে প্রাধান্য দিয়ে পুঁজিবাজার গভীর করার পরামর্শ দিয়েছে আইএমএফ

বাংলাদেশের অর্থনীতির স্বার্থে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের মাধ্যমে পুঁজিবাজারকে গভীর করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে স্বাগত ও সমাপনী বক্তব্যে রাহুল আনন্দ এই পরামর্শ দিয়েছেন।

আইএমএফ বাংলাদেশের জন্য গত জানুয়ারিতে অনুমোদন করা ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার ছাড় করে ১২ ডিসেম্বর। এ উপলক্ষে আইএমএফের এশীয় ও প্যাসিফিক বিভাগ আজ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আইএমএফের প্রতিনিধি জয়েন্দু দে।

সংবাদ সম্মেলনে আইএমএফ বলেছে, সরকার সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি কঠোর করেছে, মুদ্রা বিনিময় হার নমনীয় করার অনুমতি দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রচেষ্টা সন্তোষজনকই এবং আইএমএফের ঋণ কর্মসূচির বেশির ভাগ লক্ষ্যমাত্রা ও সংস্কারের প্রতিশ্রুতি বাংলাদেশ পূরণ করেছে।

বাংলাদেশ গত জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। আইএমএফের কাছে আনুষ্ঠানিকভাবে যে অব্যাহতি চেয়েছিল বাংলাদেশ, সংস্থাটি তা অনুমোদন করেছে। চলতি ডিসেম্বর শেষে রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নতুন করে। আইএমএফ বলেছে, ডিসেম্বর শেষে নিট রিজার্ভ থাকার কথা ছিল ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এখন তা ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার থাকলেই হবে।

আইএমএফ জানায়, গত অক্টোবরে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, আর মোট রিজার্ভ ছিল ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর জুনে ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা থাকলেও নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।

চার্চে প্রার্থনার সময় বজ্রপাতে নিহত ১৪, আহত ৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ণ
চার্চে প্রার্থনার সময় বজ্রপাতে নিহত ১৪, আহত ৩৪

বজ্রপাতের সময় অনেক মানুষ চার্চে প্রার্থনা করছিলেন। ঠিক তখনই বজ্র তাদের ওপর আঘাত হানে। এতে ১৪ জন নিহত হওয়ার পাশপাশি অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত-আহত কারও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। উগান্ডায় উত্তরাঞ্চলের দুর্গম লামো বিভাগের একটি চার্চে  এ ঘটনা ঘটেছে। খবর সিএনএন এর।

এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, “ভিকটিমদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শনিবার বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর তারা প্রার্থনার জন্য জড়ো হন। সাড়ে ৫টার দিকে বজ্র আঘাত হানে।”

যেখানে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সেখানে একটি শরণার্থী ক্যাম্প অবস্থিত। আহত-নিহতরা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় ৮০ হাজার মানুষ বাস করেন। তাদের সবাই দক্ষিণ সুদান থেকে এসে এই ক্যাম্পে আশ্রয়প্রার্থী হিসেবে থাকেন।

২০২০ সালে দক্ষিণ সুদানে আনুষ্ঠানিকভাবে গৃহযুদ্ধ থেমে যায়। কিন্তু এরপরও এখনো অস্থিরতা কাটেনি।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। যেগুলো অনেক সময় ভয়াবহ হয়।

বিবিসির তথ্য অনুযায়ী ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এর পরের বছর ২০১১ সালে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রপাতে প্রাণ হারান।

শীর্ষ সংবাদ:
চার্চে প্রার্থনার সময় বজ্রপাতে নিহত ১৪, আহত ৩৪ পদ্মাসেতুর জাজিরাপ্রান্তে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪ তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে নাঃ এনবিআর চেয়ারম্যান নতুন সংবিধান কার্যকর করবে বর্তমান সরকারঃ মাহফুজ আলম ২৮ হাজার ৭৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে অক্টোবরে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সীমা প্রত্যাহার দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু ২২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ইলিশ ধরা শুরু কূটনৈতিক মিশনে পরিবর্তন হচ্ছে ‘গভর্নর হাউজ’ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর কমতে পারে দূর্নীতি-অদক্ষতায় পুঁজিবাজারের পরিস্থিতি করুণঃ ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের পোশাক মালদ্বীপ হয়ে রপ্তানি হচ্ছে, ভারতের মাথায় হাত