খুঁজুন
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক, ১৪৩১

শহিদ বুদ্ধিজীবী দিবসে ডিএসই’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
শহিদ বুদ্ধিজীবী দিবসে ডিএসই’র শ্রদ্ধা

আজ বাঙালির শোকের দিন। বাঙালিকে মেধা শূণ্য করতে বেছে বেছে দেশের মেধাবী সন্তানদের হত্যা করা হয়। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস৷ ১৯৭১ সালে এই দিনে মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনী নৃশংসভাবে হত্যা করে বাঙালি জাতির বিবেক, চেতনা, মননশীলতা, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক-এ মাটির শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবীদের৷

শহিদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আজ (১৪ ডিসেম্বর) সকালে  ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷

এ সময় তার সাথে ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শহীদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

 

বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প

মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির  প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে সিনেটে তার দলের হাতে নিয়ন্ত্রণ যাওয়াকে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে “ফার্স্ট লেডি” বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার “দেশের এক নম্বর বেস্ট সেলার” আছে। ট্রাম্প বলেন, “তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।”

এছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির “নতুন তারকা” হিসাবেও এসময় আখ্যায়িত করেন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার “স্বর্ণযুগ”। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

ট্রাম্প এসময় নিজেই তার বিজয় ঘোষণা করেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টরাল কলেজ ভোট পাননি তিনি।

শীর্ষ সংবাদ:
বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প স্বর্নযুগে বিআরটিসি, দেশেই তৈরি হবে যাত্রীবাহী বাস শেখ হাসিনাসহ পলাতক আসামীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম কমল ১ টাকা ‘মাওলানা সাদকে আসতে দিলে, সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে’ ডিএসইতে আজকের লেনদেন ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা ৬০ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ন্যাশনাল টিউবস লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের পর্ষদ সভা ১৩ নভেম্বর সী পার্ল বিচ রিসোর্টের পর্ষদ সভা ১০ নভেম্বর কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ঢাবির ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা! সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৩৬৫ টাকা ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টার নিকট ডিবিএ’র কৃতজ্ঞতা