খুঁজুন
মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

ভ্যাট বাড়ানোয় মানুষের অসুবিধা হবে নাঃ আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
ভ্যাট বাড়ানোয় মানুষের অসুবিধা হবে নাঃ আলী ইমাম মজুমদার

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বরেছেন, ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এ অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না।

সোমবার (১৩ জানুয়ারি) মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ভালো ফসল হবে। ইরি ধানের বাম্পার ফলন হলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা ও দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদারি কার্যক্রম সহায়ক হবে।

তিনি আরও বলেন, ওএমএস’র সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরইমধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।

আরো পড়ুন:  নড়বড়ে শুরুর পরও শান্ত’র শতকে বাংলাদেশের জয়

৭২’র সংবিধান হুবহু পুনপ্রবর্তন করার দাবি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
৭২’র সংবিধান হুবহু পুনপ্রবর্তন করার দাবি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণের

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের ৩৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ১৩ জানুয়ারি সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা ৭২’র সংবিধান বাতিল করার হীন প্রচেষ্টাকে আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২’র সংবিধান বাতিল করার অর্থ আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি বেঈমানী করা।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন মহাসচিব মোঃ শাহজাহান কবির বীর প্রতীক এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়,  বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছরের অধিক সময়ের মধ্যে বিগত সরকারগুলো তাদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের মত করে ৭২’র মূল সংবিধান বার বার কাটা ছেড়া করে মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থি কাজ করেছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আরো বলেন, সময়ের প্রয়োজনে জনআকাঙ্খা পূরণে দেশের সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মিমাংসিত বিষয়গুলি কোন মতেই প্রশ্নবিদ্ধ ও পরিবর্তন যাবে না।

৭২’র সংবিধান ছুড়ে ফেলা কিংবা কবর রচনা করা নিয়ে কোন বক্তব্য না দেওয়ার আহ্বান জানাই। কোন মতেই ৭২’র সংবিধান বাতিল করা যাবে না, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি ৭২’র মূল সংবিধান হুবহুব পুনপ্রবর্তন করা হোক।

আমরা আরো গভীর উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি যে, ৫ আগস্ট ২০২৪’র রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকে মারধর ও লাঞ্ছিত করাসহ তাদের বাড়ী-ঘর ভাংচুর এবং সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

যুক্ত বিবৃতিকারী খেতাবপ্রাপ্তরা হলেন এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম, ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, মেজর এটিএম হামিদুল হোসেন বীর বিক্রম, লে. কর্নেল আব্দুর রউফ বীর বিক্রম, অনারারী ক্যাম্পেন আদুল হক বীর বিক্রম, আবুল কালাম আজাদ বীর বিক্রম, মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান বীর প্রতীক, ক্যাপ্টেন কাজী আঃ সাত্তার বীর প্রতীক, ডি.আই.জি (আব) কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, মোঃ মমিন উল্লাহ্ পাটোয়ারী বীর প্রতীক, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, মোঃ শাহাজাহান কবির বীর প্রতীক, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোজাম্মেল হক বীর প্রতীক, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, নুর উদ্দিন বীর প্রতীক, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাহার উদ্দিন রেজা বীর প্রতীক, প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক, দেলোয়ার হোসেন বীর প্রতীক, রতন আলী শরীফ বীর প্রতীক, সৈয়দ রেজওয়ান আলী বীর প্রতীক, রফিকুল ইসলাম বীর প্রতীক, গোলাম আজাদ বীর প্রতীক, মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক, আনোয়ার হোসেন বীর প্রতীক, আনিসুর রহমান বীর প্রতীক, মেজর ওয়াকার হাসান বীর প্রতীক, সরদার মহসীন আলী বীর প্রতীক, আঃ হাকিম বীর প্রতীক, বজলুর মাহমুদ বীর প্রতীক, নুরুল হক বীর প্রতীক, নুরুল ইসলাম বীর প্রতীক, হাবিবুর রহমান বীর প্রতীক, ফজলুল হক বীর প্রতীক, আবদুল্লাহ বীর প্রতীক, আব্দুল গফুর বীর প্রতীক।

আরো পড়ুন:  লাইটারেজ জাহাজে আগুন
শীর্ষ সংবাদ:
৭২’র সংবিধান হুবহু পুনপ্রবর্তন করার দাবি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণের কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিমুখী সংকটে ভারতের অর্থনীতি দুয়ার সার্ভিসেস পিএলসির সাবস্ক্রিপশন স্থগিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা দ্রুত নিয়োগ চান ফ্যাসিবাদের পক্ষে লিখলে আমরা সেই কলম ভেঙে দেবঃ হাসনাত আব্দুল্লাহ ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত পুলিশের ৪০তম ক্যাডেট এসআইদের আমরণ অনশন চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বুধবার অচল সিসি ক্যামেরা-আর্চওয়ে-স্ক্যানার, নিরাপত্তার শঙ্কায় সচিবালয় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে লিকুর বিরুদ্ধে দুদকের চার মামলা ভ্যাট বাড়ানোয় মানুষের অসুবিধা হবে নাঃ আলী ইমাম মজুমদার শিক্ষার্থীরা সব পাঠ্যবই ফেব্রুয়ারির মধ্যে পাবেঃ শিক্ষা উপদেষ্টা শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে অনৈতিক প্লট গ্রহণের অভিযোগে ৩ মামলা ‘শনীর দশা’ কাটছে না শেয়ারবাজারে, লেনদেন ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা