জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বিদ্যমান নীতিমালায় তা এই বছর ডিসেম্বরে হওয়ার কথা ছিল। গত ৫ আগস্ট পতিত সরকারের পালিয়ে যাবার পর প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পালিয়ে গেলে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে আসীন হন কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক হন আইয়ুব ভুঁইয়া।
সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তার বক্তব্যে ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় প্রেস ক্লাবের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তার বক্তব্য শেষ হলে বিপুল করতালির মাধ্যমে সদস্যরা তা গ্রহণ করেন। এরপর সভায় অন্য বক্তারা সংস্কারের পর নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তাব তুলে ধরেন।
সভায় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুর্নীতি তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানান। তারা আজকের অতিরিক্ত সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্য পদ বাতিলেরও দাবি জানান।
নির্বাচন বিষয়ে ভোটে দিলে, ২০২৪ সালে নির্বাচন করার পক্ষে মাত্র ২ জন হাত তুলেন। তবে একবছর পর ২০২৫ সালে নির্বাচন করার বিষয়ে সমর্থন জানান হলভর্তি সকল সদস্য।
আপনার মতামত লিখুন