ফেনীর ডিসি পরিবর্তন, ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার
ফেনীর জেলা প্রশাসক পরিবর্তন করা হয়েছে। সেখানে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
ফেনীর বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে এ জেলার নতুন ডিসি নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম।
শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন