ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ, আট কিলোমিটার লম্বা যানজট
১০ ঘণ্টা ধরে গাজীপুরে মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা এমন অবস্থা। এতে মহাসড়কের উভয় পাশে আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শ্রমিকরা সেখানে অবরোধ চালিয়ে যাচ্ছেন। তারা এ পর্যন্ত দুইবার অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েও তুলে নেননি। সবশেষ তারা রাত ১০টায় অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দক্ষিণে ঢাকার দিকে টঙ্গীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে যানজট। আমরা অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছি। এ ছাড়া মহাসড়কে অনেকগুলো ডাইভারসন আছে, সেগুলো দিয়ে চালক ও যাত্রীরা চলাচল করছে। আমরা মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
দিনভর যানজটে আটকা পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। স্ত্রী ও তিন বছরের শিশু নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে ঢাকা রওনা দিয়েছিলেন আসলাম খান। তিনি বলেন, সকাল ৯টায় ময়মনসিংহের ভালুকা থেকে রওনা দিয়ে সাড়ে ১০টা থেকে এখানে বসে আছি। সামনে যাওয়ার কোনো অবস্থা নেই। আমরা দোকান থেকে খাবার কিনে খেয়েছি, কিন্তু আমার বাচ্চা তো দোকান থেকে কেনা কিছু খায় না। তাকে নিয়ে বিপদে আছি। সে খুব কান্নাকাটি করছে। বিকল্প পথে যাওয়ার কোনো অবস্থাও নেই।
বাসচালক কালাম মিয়া বলেন, সকাল সাড়ে ৯টা থেকে যানজটে বসে আছি। আন্দোলনকারীরা প্রথমেই আমার গাড়ি আটকিয়েছে। গাড়ি নিয়ে পেছনে ফিরে যাব তারও কোনো সুযোগ নেই।
বাসের যাত্রী মেহেদী হাসান বলেন, সকাল পৌনে ১০টায় আমার গাড়ি আটকানো হয়। আমার ছয় মাসের বাচ্চাসহ চারজন মহিলা গাড়ির ভেতরে আছে। এরকম নাকি আরও দু-তিনবার করেছে। সরকারের উচিত একটা সমঝোতা করা।
গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় টি এন জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন