ট্রাম্পের জয়ে বিশ্বব্যাপী শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাংলাদেশ উল্টোপথে
ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাত থেকেই ট্রাম্প জয়ী হওয়া পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। ফলে বুধবার সকাল থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বাড়তে থাকে। এছাড়া বেড়েছে কিপ্টকারেন্সিরও দাম।
বুধবার (৬ নভেম্বর) উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুঁজিবাজর বিশ্লেষন করে এ তথ্য জানাগেছে।
এছাড়া মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ার পুঁজিবাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১০০৫ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
এশিয়ার আরেক উন্নত দেশ সিঙ্গাপুরের প্রধান সূচক এসজিএক্স নিফটি বেড়েছে ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ।
গত সোমবারও বড় ধরণের পতনের মুখে পড়েছিল ভারতের পুঁজিবাজার। ট্রাম্পের জয়ের আভাসে মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে ভারতীয় সূচক। বধুবার ভারতের প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে ২৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। তবে গতকালকেও বাংলাদেশের সূচক বাড়লেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।
ইউরোপের পুঁজিবাজরেও ঊধ্বমুখী ট্রেন্ড দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান সূচক এফটিএসই ১০০ বেড়েছে ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ। এখন পর্যন্ত ফ্রান্সের সূচক এফআর ৪০ বেড়েছে ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ।
এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রে শত্রুতার সম্পর্ক থাকলেও ট্রাম্পের সাথে পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রভাব পড়েছে রাশিয়ার পুঁজিবাজারেও। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত রাশিয়ার প্রধান সূচক এমওইএক্স সিএফডি ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এছাড়া অন্য সূচক আরটিএস বেড়েছে ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ।
ইউরো, পাউন্ড এবং জাপানি ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম প্রায় ১ শতাংশের বেশি বেড়েছে। আবার বিটকয়েনের দাম আজ ৭৫ হাজার ডলারের ওপরে উঠেছে, যা সর্বকালের সর্বোচ্চ দাম। এদিন সর্বোচ্চ ৭৫ হাজার ৩৬১ ডলারে দাম উঠেছিলো ডিজিটাল এ মুদ্রাটির।
বিশ্ব পুঁজিবাজরের বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার সংবাদ মাধ্যমকে বলেন বলেন, ‘আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।’
আপনার মতামত লিখুন