খুঁজুন
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক, ১৪৩১

দুর্নীতির ‘বরপুত্র’ সাবেক মেয়র আতিকুল ইসলাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
দুর্নীতির ‘বরপুত্র’ সাবেক মেয়র আতিকুল ইসলাম!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম ছিলেন যেন দুর্নীতির বরপুত্র। নানান কায়দায় টাকা লোপাটের নতুন নতুন পন্থা বের করেন তিনি। গত ৫ ‍আগস্টের পর আত্মগোপণে চলে গিয়েছিলেন তিনি। 

তারপর গোপন নথিপত্র সরিয়ে নিতে গত ১৮ আগস্ট রাতে ঢুকেছিলেন নগর ভবনে। কিন্তু দ্রুত ঘটনাটি জানাজানি হলে কর্মচারীরা জড়ো হন নগর ভবনে। শুরু করে বিক্ষোভ। উপায়ান্তর না দেখে পালিয়ে যান পেছনের সিঁড়ি দিয়ে। এরপর থেকে লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। নিজেকে ‍লুকিয়ে রেখেছিলেন অন্যদের কাছ থেকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি।

দীর্ঘ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সময় নানা দুর্নীতিতে তার প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি ভাতিজা-ভাগিনাসহ আত্মীয়-স্বজনকে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) পরিবারিক একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির ছোট-বড় সব খাত থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি দীর্ঘসময় মেয়র থাকাকালীন স্বজনপ্রীতিতে ডুবে ছিলেন আতিকুল ইসলাম।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদপুর থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যা মামলায় তাকে আগেই আসামি করা হয়েছিল। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও অফিসে এসেছিলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক এ মেয়রের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন।

সরকার বদলের প্রেক্ষাপটে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এ তালিকায় ছিলেন সাবেক মেয়র আতিকুল ইসলামও। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আতিকুল ইসলাম উত্তর সিটির মেয়র থাকাকালীন সময়ে তার আত্মীয় চক্রের দাপট ছিল সংস্থাটিতে। ২০২২ সালে ৫ জন উপদেষ্টা নিয়োগ দেন আতিকুল ইসলাম। তাদের মধ্যে চারজন বিশেষজ্ঞ থাকলেও নিজের বড় ভাইয়ের ছেলে ইমরান আহমেদ কোনো বিশেষজ্ঞ ছিলেন না। পারিবারিক সদস্য হওয়ার কারণে তিনি হয়ে যান মেয়রের উপদেষ্টা। এছাড়া উত্তর সিটি কর্পোরেশনের সরাসরি নিয়োগ না দিলেও মেয়রের মেয়ে বুশরা আফরিন ‘চিফ হিট অফিসার’ নিয়োগ পাওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। চিফ হিট অফিসারের পরামর্শে নগরীর বিভিন্ন আইল্যান্ডে কিছু গাছ লাগায় ডিএনসিসি। রাজধানীর কয়েকটি সড়কে গাড়ি থেকে ওপরের দিকে পানি ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি বলে চালিয়ে দেওয়া হয়। এই কৃত্রিম বৃষ্টির নামে অন্তত ২ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। আতিকের ভাতিজা মেয়রের উপদেষ্টা ও ভাগনে ছিলেন ঠিকাদার ও কর্মকর্তাদের নিয়ন্ত্রক। ভাগনে তৌফিক ডিএনসিসিতে পরিচিত ছিলেন দ্বিতীয় মেয়র হিসেবে। তার দাপটে চুপসে থাকতে হতো কর্মকর্তা-কর্মচারীদের।

অন্যদিকে ঠিকাদারদের কাছ থেকে কমিশন, নিয়োগ, বদলি, বর্জ্য অপসারণ বাণিজ্যসহ ঘনিষ্ঠজনদের নিয়ে অনিয়ম, দুর্নীতিতে যুক্ত ছিল আতিকের আত্মীয় চক্র। মেয়রের ভাগিনা তৌফিকের মাধ্যমে ঠিকাদার ম্যানেজসহ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করা হতো। ঠিকাদার ও কর্মচারী-কর্মকর্তারা তাকে দ্বিতীয় মেয়র হিসেবেই চিনতেন। অভিযোগ রয়েছে সাবেক মেয়র আতিকের আত্মীয় চক্রের নানা দুর্নীতি, অস্বাভাবিক হিসেবে অনুমোদন বা সহযোগিতা না করলে বদলি করে দেওয়া হতো কর্মকর্তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি লুটপাট হয়নি। সাবেক মেয়রের আত্মীয়রা দাপট দেখিয়ে জিম্মি করে রাখতেন কর্মকর্তাদের। সে সময় কেউ কোনো প্রতিবাদ বা কথা বলতে পারেননি। লুটপাটে সহযোগিতা না করলে বদলি ও শাস্তির মুখোমুখি হতে হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের।

সিটি কর্পোরেশনের ইতিহাসে নজিরবিহীনভাবে জনগণের ট্যাক্স এবং সরকারের দান-অনুদানের কয়েকশ কোটি টাকা লোপাটের রেকর্ড সৃষ্টি করেছেন আতিকের ছত্রছায়ায় তার সহযোগীরা। ২০২১ সালের ২৩ অক্টোবর ‘ঠিকানা রিসোর্ট’ এ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত মতবিনিময় সভা করেন আতিকুল ইসলাম। ওই সভায় খরচ হয় ১০ লাখ টাকা।

উত্তর সিটি কর্পোরেশনের প্রোগ্রামের নামে অতিরিক্ত খরচ দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা তুলে নিতেন মেয়র আতিকের সহযোগীরা। যা পুরোটাই জানতেন মেয়র আতিক। কিন্তু তিনি এসব দুর্নীতি করার সুযোগ দিয়েছেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে আগের সব প্রথা ভেঙে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জের একটি ব্যয়বহুল রিসোর্টে অনুষ্ঠিত হয় ডিএনসিসির বোর্ড সভা। সেখানে ডিএনসিসির সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা দুদিন অবস্থান করেন। ঢাকা থেকে যাতায়াত করা হয় এসি বাসে। সেখানে সব খরচ বাবদ সিটি কর্পোরেশনের তহবিল থেকে খরচ করা হয়েছে ৬৪ লাখ ৮১ হাজার ২৬৫ টাকা।

শুধু এই রিসোর্টে বোর্ড সভা বা বনভোজন নয়, জাতীয় শোক দিবস, মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠান, জেলহত্যা দিবসের আয়োজনের ব্যয়ের পুরোটাই দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে। সংস্থাটি এসব খাতে সর্বমোট ব্যয় দেখিয়েছে ২ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ২২৬ টাকা।

নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে আগমন উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু প্যান্ডেল, গেট, লাইট বাবদ খরচ দেখিয়েছে ৪৯ লাখ ১১ হাজার ৬৮০ টাকা।

এছাড়া মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে খরচ দেখানো হয়েছে ৪০ লাখ ৩০ হাজার ৬৮১ টাকা, মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় ব্র্যান্ডিং সংক্রান্ত কাজ বাবদ ব্যয় দেখানো হয়েছে ৪১ লাখ ২১ হাজার ৬০০ টাকা। এসব অনুষ্ঠানে অতিরিক্ত খরচ দেখিয়ে ভুয়া ভাউচার বানিয়ে বড় অঙ্কের টাকা তুলে নিয়েছেন সাবেক মেয়র আতিকের ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা। এভাবেই দুর্নীতিকে প্রশ্রয় আর স্বজনপ্রীতিতে ডুবে ছিলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।

হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম

হাইমচর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ
হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম

চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল ছাত্র প্রতিনিধি ও ৪ আগষ্ট মামলার বাদী আহসান হাবিবকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের সময় হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের দোসর সরদার জলিল মাস্টারের ভাগিনা মিরাজ হোসেনের নেতৃত্বে এ হামলা করার অভিযোগ করেছেন হাবীবের পরিবারের লোকজন। গুরুতর আহত আহসান হাবীবের অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
হামলার ঘটনায় নুরমিয়া আখনের ছেলে সিয়াম হোসেনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

আহত আহসান হাবীবের মামা দুলাল পাটোয়ারী জানান, আহসান হাবীব হাইমচর কলেজ ছাত্রদলের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলন করেন। আন্দোলনে হাবিব গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে নিজে বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন। ঐ মামলা করার পর থেকে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার তাকে নিরাপরাধ মানুষকে মামলায় জড়ানোর জন্য বলেন। সে রাজী না হওয়ায় পরবর্তীতে মামলা তুলে নেয়ার জন্যও হুমকি দেন। তার কথা না শুনার কারণে তিনি তার ভাগিনা মিরাজকে দিয়ে কয়েকবার তার উপর হামলা করান। শেষ পর্যন্ত হাবিবকে হত্যা করার জন্য পরিকল্পনা করে কুপিয়ে জখম করে। হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান তিনি।

হাইমচর সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম জানান, হাইমচর কলেজের সামনে আজ যে ঘটনাটি ঘটে গেল তা অনাকাংখিত ছিল। আমাদের কলেজে কখনো এমন হামলার ঘটনা ঘটেনি। আহত আহসান হাবীব ও হামলাকারী মিরাজ দুজনই এ কলেজের ছাত্র। আহসান হাবীবের উপর হামলার ঘটনায় আমরা আলমাস উদ্দিন আখনের ছেলে সিরাজুল ইসলাম মিরাজকে প্রাথমিক ভাবে অপরাধের সাথে জড়িত থাকায় কলেজ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছি। ঘটনাটি তদন্তের জন্য কলেজ কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে। তিনি জানান, মিরাজ নামক এ ছেলেটি একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র। সে ইতিপূর্বে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশুভ আচরন করেন। তার কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ অঙ্গিকার নামাও রাখেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, শিক্ষার্থী আহসান হাবীবের উপর হামলার ঘটনায় সিয়াম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করার চেষ্টা চলছে।

শীর্ষ সংবাদ:
হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম কমল ১ টাকা ‘মাওলানা সাদকে আসতে দিলে, সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে’ ডিএসইতে আজকের লেনদেন ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা ৬০ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ন্যাশনাল টিউবস লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের পর্ষদ সভা ১৩ নভেম্বর সী পার্ল বিচ রিসোর্টের পর্ষদ সভা ১০ নভেম্বর কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ঢাবির ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা! সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৩৬৫ টাকা ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টার নিকট ডিবিএ’র কৃতজ্ঞতা বেক্সিমকো গ্রিন-সুকুকের ট্রাস্টি কমিটির সভা ৬ নভেম্বর দরপতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড দেশের ১০ জেলা ও ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা কমলা যা বলেন তার সবই মিথ্যাঃ ডোনাল্ড ট্রাম্প