ফিরতি হজ ফ্লাইটে ত্রুটি, ভোগান্তিতে হজ যাত্রীরা
সবকিছু ঠিকঠাক চলছিল। যাত্রীরা সবাই বিমানের আসন গ্রহণ করেছেন। বিমান রানওয়েতে ট্যাক্সি করা শৃুরু করে। কিন্তু তখনই ঘটে বিপত্তি। বাংলদেশ বিমানের বোয়িং-৭৭৭ ফ্লাইটে ত্রুটি মনাক্ত করেন পাইলট। প্রায় তিন ঘন্টার চেষ্টায় ত্রুটি সারাতে না পেরে যাত্রীদের অপলোড করা হয়। এসব ঘটনা ঘটে জেদ্দা এয়ারেপোর্টে। হাজীদের নিয়ে দেশে ফেরার কথা ছিল এই ফ্লাইটের।
বিমানের ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাত ১টায় ছাড়ার কথা ছিল।
বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের একজন চুয়াডাঙ্গার অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুল হক জাহাঙ্গীর জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় তাদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেন। পরে বিমানটি রানওয়ে থেকে কিছুদূর যাওয়ার পর আবার ফিরে আসে। যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কথা বলে কিছু সময় অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ধরে সবাই বিমানের ভেতর বসে গরমে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেওয়া হয়।
তিনি আরও জানান, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করছি।
আপনার মতামত লিখুন