খুঁজুন
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক, ১৪৩১

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম (বোনাস সহ)

বাংলাটেক
প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম (বোনাস সহ)

এতদিন ১৮ বছর বয়স না হলে কিংবা এনআইডি কার্ড না থাকলে বিকাশ একাউন্ট খোলার উপায় ছিলোনা। অবশেষে বিকাশ নিয়ে এলো স্টুডেন্ট একাউন্ট, যার কল্যাণে এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং মা/বাবার বিকাশ একাউন্ট দ্বারা একাউন্ট খুলতে পারবেন শিক্ষার্থীগণ। শুধু তা-ই নয়, নতুন স্টুডেন্ট একাউন্ট খুলে পাওয়া যাচ্ছে বোনাস!

জন্ম সনদ ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলে পাওয়া যাবে ১৩০ টাকা পর্যন্ত ওয়েলকাম অফার। এনআইডি ছাড়া স্টুডেন্ট একাউন্ট খুলে শিক্ষার্থীরা রিচার্জ বা সেন্ড মানি করতে পারবে সাধারণ বিকাশ একাউন্টের মতই। বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা প্রয়োজন:

  • গ্রাহকের বয়স অবশ্যই ১৪ এর বেশি এবং ১৮ এর কম হতে হবে
  • ডিজিটাল জন্মসনদ থাকতে হবে
  • মা/বাবার সচল বিকাশ একাউন্ট থাকতে হবে

আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন কিভাবে ঘরে বসে বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করুন। এরপর বিকাশ অ্যাপে প্রবেশ করে লগইন/রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করুন। এবার দেশের কোডে বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নাম্বার প্রদান করুন। এরপর মোবাইল নাম্বারে পাঠানো ৬ ডিজিট এর ভেরিফিকেশন কোডটি প্রদান করুন। স্টুডেন্ট একাউন্ট খুলতে আইডির ধরন হিসেবে “জন্ম সনদ” বেছে নিন।

ডিজিটাল জন্ম সনদের ছবি তুলে আপলোড করুন। এবার জন্ম সনদ থেকে প্রাপ্ত তথ্য সঠিকভাবে গ্রহণ করা হয়েছে কিনা তা যাচাই করুন, প্রয়োজনে পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন। আরো কিছু ব্যক্তিগত তথ্য, যেমন: লিঙ্গ, আয়ের উৎস, মাসিক আয়, পেশা, প্রদান করুন। বিকাশ একাউন্টের নমিনি হিসেবে মা/বাবাকে বেছে নিন এবং উক্ত নমিনির সচল বিকাশ একাউন্ট নাম্বার প্রদান করুন। এবার পর্যাপ্ত আলোর সামনে থেকে নির্দেশনা অনুসরণ করে নিজের ছবি তুলুন। ছবি তুলে সাবমিট করার পর তথ্য গ্রহণ করা হবে।

মা/বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে সম্মতি নিশ্চিত করুন। ৫ সংখ্যার বিকাশ পিন সেট করুন, ব্যাস! এভাবে বেশ সহজে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। জেনে তো গেলেন কিভাবে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে হয়। এবার জানি চলুন বিকাশ স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত বিভিন্ন নিয়ম ও শর্ত।

অভিভাবক এর সম্মতিতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী যেকোনো গ্রাহক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন ডিজিটাল জন্ম সনদ ব্যবহার করে। শুধুমাত্র ডিজিটাল সনদ ব্যবহার করে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে, তবে ভবিষ্যতে এই একাউন্টকে কিভাবে সাধারণ বিকাশ একাউন্টে পরিণত করা যাবে সে সম্পর্কে কিছু জানায়নি বিকাশ।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে মা/বাবার সম্মতি মানে হলো মা/বাবার ফোনে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করা। ৪৮ ঘন্টার মধ্যে এই কোড প্রদানে ব্যর্থ হলে সেক্ষেত্রে এই প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে। উল্লেখ্য যে স্টুডেন্ট একাউন্টের লেনদেন এর হিসাব বাবা/মা তার বিকাশ অ্যাপ থেকে চেক করতে পারবেন।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট আপাতত দেশের বাইরে ব্যবহারের সুযোগ থাকছেনা। একাউন্ট তৈরীর সময় বাবা/মা এর মধ্যে যার বিকাশ একাউন্টকে ভেরিফিকেশন এর কাজে ব্যবহার করা হয়েছে তিনিই ডিফল্ট নমিনি হিসেবে মনোনীত হবেন। এছাড়া কোনো ধরনের তথ্য হালনাগাদ এর সুযোগ থাকছেনা স্টূডেন্ট একাউন্টের ক্ষেত্রে।

উল্লেখ্য যে জাতীয় পরিচয়পত্র আছে এমন ব্যক্তি রেগুলার বিকাশ একাউন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আপাতত শুধুমাত্র ডিজিটাল বার্থ সার্টিফিকেট দ্বারা স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে।

এবার চলুন সংক্ষেপে স্টুডেন্ট একাউন্টের লিমিটগুলো জেনে নেওয়া যাক।

একটি বিকাশ স্টুডেন্ট একাউন্ট থেকে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং মাসিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে দৈনিক লিমিট ২,৫০০ টাকা এবং মাসিক লিমিট ৫,০০০ টাকা।

বিকাশ স্টুডেন্ট একাউন্টে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ টাকা সেন্ড মানি এবং মাসিক সর্বোচ্চ ১৫,০০০ টাকা সেন্ড মানি করা যাবে। পেমেন্ট এর ক্ষেত্রে দৈনিক লিমিট ৫,০০০ টাকা এবং মাসিক লিমিট ২০,০০০ টাকা। বিকাশ স্টুডেন্ট একাউন্টে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ব্যালেন্স রাখা যাবে।

নতুন স্টুডেন্ট একাউন্টের বোনাস অফার সম্পর্কে নিচের ইমেজ থেকে জেনে নিন।

 

গ্রাহকের বয়স ১৮ বছর হয়ে গেলে স্টুডেন্ট একাউন্টটি চালিয়ে যেতে পারবেন, তবে রেগুলার একাউন্টের অন্যান্য সেবাগুলো ব্যবহার করতে পারবেন না। আর একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ৩টি স্টুডেন্ট একাউন্টের জন্য সম্মতি প্রদান করা যাবে। আরও জানতে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন

হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম

হাইমচর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ
হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম

চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল ছাত্র প্রতিনিধি ও ৪ আগষ্ট মামলার বাদী আহসান হাবিবকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের সময় হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের দোসর সরদার জলিল মাস্টারের ভাগিনা মিরাজ হোসেনের নেতৃত্বে এ হামলা করার অভিযোগ করেছেন হাবীবের পরিবারের লোকজন। গুরুতর আহত আহসান হাবীবের অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
হামলার ঘটনায় নুরমিয়া আখনের ছেলে সিয়াম হোসেনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

আহত আহসান হাবীবের মামা দুলাল পাটোয়ারী জানান, আহসান হাবীব হাইমচর কলেজ ছাত্রদলের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলন করেন। আন্দোলনে হাবিব গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে নিজে বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন। ঐ মামলা করার পর থেকে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার তাকে নিরাপরাধ মানুষকে মামলায় জড়ানোর জন্য বলেন। সে রাজী না হওয়ায় পরবর্তীতে মামলা তুলে নেয়ার জন্যও হুমকি দেন। তার কথা না শুনার কারণে তিনি তার ভাগিনা মিরাজকে দিয়ে কয়েকবার তার উপর হামলা করান। শেষ পর্যন্ত হাবিবকে হত্যা করার জন্য পরিকল্পনা করে কুপিয়ে জখম করে। হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান তিনি।

হাইমচর সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম জানান, হাইমচর কলেজের সামনে আজ যে ঘটনাটি ঘটে গেল তা অনাকাংখিত ছিল। আমাদের কলেজে কখনো এমন হামলার ঘটনা ঘটেনি। আহত আহসান হাবীব ও হামলাকারী মিরাজ দুজনই এ কলেজের ছাত্র। আহসান হাবীবের উপর হামলার ঘটনায় আমরা আলমাস উদ্দিন আখনের ছেলে সিরাজুল ইসলাম মিরাজকে প্রাথমিক ভাবে অপরাধের সাথে জড়িত থাকায় কলেজ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছি। ঘটনাটি তদন্তের জন্য কলেজ কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে। তিনি জানান, মিরাজ নামক এ ছেলেটি একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র। সে ইতিপূর্বে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশুভ আচরন করেন। তার কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ অঙ্গিকার নামাও রাখেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন জানান, শিক্ষার্থী আহসান হাবীবের উপর হামলার ঘটনায় সিয়াম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করার চেষ্টা চলছে।

শীর্ষ সংবাদ:
হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম কমল ১ টাকা ‘মাওলানা সাদকে আসতে দিলে, সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে’ ডিএসইতে আজকের লেনদেন ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা ৬০ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ন্যাশনাল টিউবস লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের পর্ষদ সভা ১৩ নভেম্বর সী পার্ল বিচ রিসোর্টের পর্ষদ সভা ১০ নভেম্বর কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ১১ নভেম্বর ঢাবির ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা! সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৩৬৫ টাকা ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টার নিকট ডিবিএ’র কৃতজ্ঞতা বেক্সিমকো গ্রিন-সুকুকের ট্রাস্টি কমিটির সভা ৬ নভেম্বর দরপতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড দেশের ১০ জেলা ও ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা কমলা যা বলেন তার সবই মিথ্যাঃ ডোনাল্ড ট্রাম্প