সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। গরু-ছাগল নিয়ে হাজির হচ্ছেন স্থানীয় খামারী ও পাইকাররা। হাট ঘুরে কোরবানির জন্য পছন্দের পশু কিনছেন ক্রেতারা। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি তারা।
কোন কোন জেলায় এবার গরুর দাম কিছুটা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। এদিকে, সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে ফিরছেন ক্রেতারা। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম রাখা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল ইসলাম বিপুল।
কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে শুরু হয়েছে কোরবানির গরু-ছাগলের বেচা বিক্রি। এবার পশুর দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। পটুয়াখালীতে বেশিরভাগ কোরবানির পশু লালন পালন করা হয় কৃষকদের বাড়িতে। তাই ক্রেতারা সরাসরি কৃষকের বাড়িতে গিয়ে পশু পছন্দ করে কিনছেন ক্রেতারা।
জেলায় এবার ২৭টি কোরবানির গরু-ছাগলের হাট বসেছে। এসব হাটে গবাদী পশুর রোগ নির্ণয়ে মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফলজুল হক সরদার।
এদিকে, নাটোরে এবার ১৮টি হাটে গরু বেচাকেনা হচ্ছে। এর মধ্যে বড় হাট বসেছে বালিয়াপাড়ায়। সাধ ও সাধ্যের মধ্যে পছন্দের গরু-ছাগল কিনে ফিরছেন ক্রেতারা। ছোট গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
সময় গড়ানোর সাথে সাথে কেনাবেচা আরও বাড়বে বলেও জানান তারা। পশু খাদ্যের সামগ্রীর দাম যে হারে বেড়েছে সে তুলনায় দাম পাচ্ছেন না বলে জানালেন খামারীরা।
আপনার মতামত লিখুন