খুঁজুন
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১

আনার হত্যায় তদন্ত কর্মকর্তাসহ ১১ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
আনার হত্যায় তদন্ত কর্মকর্তাসহ ১১ জনকে বদলি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় ঢাকায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এডিসি শাহিদুর রহমানসহ ১১ জনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহিদুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আজ সোমবার (৩ জুন) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শাহিদুরসহ ১১ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া, ১২ জন সহকারী পুলিশ সুপারকে একই আদেশে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

 

ডিবির এই কর্মকর্তা বর্তমানে এ ঘটনায় তদন্তে নেপাল অবস্থান করছেন, তখনই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির প্রজ্ঞাপন হলো। গতকাল একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

 

জানা গেছে, শাহিদুর রহমানের বিচক্ষণতা ও কর্মদক্ষতায় আনার হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে, মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার তদন্তেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন ডিবি কর্মকর্তা শাহিদুর। বিদেশ থেকে আসামি ধরে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দেন।

চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

আজ (৭ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামের চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মির্জা জাকির।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও কন্ঠ শিল্পী মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাজনীতিবি মোঃ আরিফুর রহমান।

স্কুলের শিক্ষিকা মাইশা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা মারিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, মুক্তা রানী, মুনমুন আক্তার, হাসান গাজী , জান্নাত আক্তার, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহ নেওয়াজ, সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা জাকির বলেন আমি ছোট থেকেই দেখেছি সাংবাদিক রোকনুজ্জামান রোকন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে এর মধ্যে অন্যতম হলো কোন মানুষ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়াতো এমনকি কোন মানুষ বিপদে পড়লে তার কাছে আসতো সে আমাদের কাছে নিয়ে আসতো এটা ছোট থেকেই তিনি করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ স্ট্রোক কেয়ারের সাফল্য উদযাপন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, মামুন মহাসচিব ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা আগামী বছরই জাতীয় নির্বাচনঃ শিক্ষা উপদেষ্টা দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে ড্রাগণ সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেড দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস’র কর্মসূচী ঘোষণা ২৩ বিশ্ববিদ্যালয় থাকছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গত সপ্তাহে লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক শেয়ারবাজারে মূলধন কমেছে ৬৫১ কোটি ৪২ লাখ টাকা আজ শেষ হচ্ছে এটিএস এক্সপো-২০২৪ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল নির্বাচন কমিশনে চার কমিটি গঠন দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস হাজীগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড ভারতীয়দের জন্য বাংলাদেশের দরজা কঠিন হচ্ছে সাম্প্রদায়িকতা রুখে দিতে ভারতীয় জনগণকে আহ্বান বিশিষ্টজনদের ডাচ-বাংলা ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ দিন উড়তে থাকা পাকিস্তানকে বিদায় করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ