বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার সাথে কাজ করছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষা ও শান্তি-বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি স্থাপনে বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তাই আমরা জাতিসংঘে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা লাভ করেছি।
সরকার প্রধান বলেন, শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সেনা সদস্যরা। বিশ্ব দরবারে সবাই বাংলাদেশি সেনাদের ভূয়সী প্রশংসা করে। আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তি বজায় রাখায় বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ বিশ্বাসযোগ্য নাম। বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ মানবজাতির জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। অস্ত্র প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রাণ যাচ্ছে নারী, শিশু, তরুণদের।
এসময় অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলায়, ক্ষুধার্ত মানুষের আহার, শিক্ষায় এই অর্থ ব্যয় করার আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। সংঘাত বাদ নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
আপনার মতামত লিখুন