চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্যানচেস্টার সিটি
শিরোপার খুব নিকটে ম্যান*চেস্টার সিটি। টটেনহামকে উড়িয়ে দিয়ে চ্যাম্পি*য়ন হবার পথে তারা। শেষ ম্যাচে ওয়েস্টহামকে হারালেই গড়বে ইতিহাস, টানা চতুর্থবারের মতো দখলে নেবে ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসন।
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহ্যাম হটস্পার স্টেডি*য়ামে স্বাগতিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এবারের আসরের শিরোপা জয়ী হওয়ার সুযোগ বাঁচিয়ে রেখেছে সিটিজেনরা।
খেলার শুরুতে দুই দলের স্ট্রাই*কারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫১ মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আরেকটি গোল করে ম্যান সিটির ফলাফল দ্বিগুন করে দলের ২৩ বছর বয়সী নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার হাল্যান্ড।
এদিকে, খেলার পুরো সময়েই ম্যান সিটির জালে টটেনহ্যাম বল জড়াতে ব্যর্থ থাকলে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ের ফলে ৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানের নিচে নেমে যাওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে টটেনহ্যামের।
আপনার মতামত লিখুন