এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে হবে বাচ্চাদের খেলার মাঠ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অনেক জায়গা খালি আছে। এই খালি জায়গাগুলো বাচ্চাদের খেলার মাঠে তৈরি করলে এসব জায়গা আর দখল হবে না। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি একটি ছবি পাঠিয়েছেন বিদেশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ফাঁকা জায়গায় কীভাবে খেলার জায়গা হয়। আমরা এটি নিয়ে কাজ করছি। এই বছরের ডিসেম্বর মাসের আগেই কিছু কিছু জায়গায় খেলার মাঠ আপনারা দেখতে পাবেন। এটি হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগরবাসীর উপহার।’
সোমবার (১৩ই মে) রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধিদের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, আমরা চাই মাদকমুক্ত সমাজ গড়তে। আমাদের যুবসমাজকে কীভাবে মাদকমুক্ত রাখা যায়, সে জন্য আমরা মেয়র কাপ টুর্নামেন্টের আয়োজন করেছি। বিশ্বনন্দিত ক্রিকেট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে দিয়ে আমরা মেয়র কাপের লোগো উদ্বোধন করিয়েছি। এটি আমাদের বিরাট বড় অর্জন মনে হয়। খেলাধুলাকে অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী মাঠ ও পার্ক উন্মুক্ত করে দিয়েছি নগরবাসীর জন্য।
আপনার মতামত লিখুন