হায়দার আকবর খানকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৩ মে) বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। পরে তাকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এরআগে আজ সকাল ১০টার দিকে হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর পল্টনে দলের সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আনা হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুক্তিভবনে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালি নিয়ে হায়দার আকবর খান রনোর মরদেহ ১১টা ২৫ মিনিটের দিকে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। পরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশব্যাপী শোক পালন করছে সিপিবি।
গত শুক্রবার দিবাগত রাত ২টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। একাধিক বইয়ের লেখক তিনি।
আপনার মতামত লিখুন