খুঁজুন
রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১

প্রচন্ড তাপপ্রবাহে গবাদিপশু-মুরগি পালনে হিমশিম খাচ্ছেন খামারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
প্রচন্ড তাপপ্রবাহে গবাদিপশু-মুরগি পালনে হিমশিম খাচ্ছেন খামারীরা

সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ ও প্রচন্ড গরমে গবাদিপশু ও মুরগি পালনে হিমশিমে পড়েছে খামারীরা। এতে দুধ ও ডিমের উৎপাদন হ্রাস পেয়েছে এবং হিটস্ট্রোকে মারাও যাচ্ছে গবাদিপশু ও মুরগি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুগ্ধ ভান্ডার বলে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে গবাদিপশু ও মুরগির খামারে দুধ ডিম উৎপাদন কমে গেছে এ প্রচন্ড গরমে। তবে বাঘাবাড়ি, রেশমবাড়ি, রাউতারা, পোতাজিয়া, নাকালিয়া বেড়াসহ বাঘাবাড়ি মিল্কভিটার আওতাভুক্ত বিভিন্ন খামারের গাভি স্বাভাবিক খাবার খেতে পারছে না।

এতে খামারে দুধ ও ডিম উৎপাদন অনেকটা হ্রাস পেয়েছে। স্থানীয় খামারীরা বলেন, প্রচন্ড গরমে খামারের গাভির দুধ উৎপাদন কিছুটা কমে গেছে। অনেক খামারের গাবী ও বাছুর মারা গেছে। এ গরমে খামারগুলোতে প্রাণিসম্পদ বিভাগ থেকে কোনো নজরদারি নাই। যেকারণে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হচ্ছে। তবে অনেক খামারে কৃত্রিম উপায়ে শীতল রাখার চেষ্টা করা হচ্ছে। আর মুরগির খামার পরিস্থিতি আরো করুণ। এ গরম জনিত কারণে অনেক মুরগিও মারা যাচ্ছে। হতাশায় পড়েছে গবাদি পশু ও মুরগির খামারীরা।

এ বিষয়ে দুগ্ধ উৎপাদন সমিতির কর্মকর্তারা বলেন, সমিতির খামারিরা প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার লিটার দুধ উৎপাদন করলেও এই গরমে এ উৎপাদন হ্রাস পেয়েছে। সেইসাথে বেড়েছে গোখাদ্যের দাম। গো-খাদ্যের চেয়ে দুধের দাম কম। খামারিরা বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। বাঘাবাড়ি মিল্কভিটার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ অঞ্চলে প্রচন্ড গরমের কারণে দুধের উৎপাদন কমেছে। মিল্ক ভিটার টার্গেট প্রতিদিন গড়ে ৯০ হাজার লিটার দুধ সংগ্রহ। এখন খামারিরা ৫০ হাজার লিটারের বেশি দুধ দিতে পারছেন না। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ব্রয়লার ও লেয়ার মুরগী উৎপাদন করা হয়। এসব খামারে ডিম উৎপাদন হ্রাস পেয়েছে এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অব্যাহত তীব্র তাপপ্রবাহ একটা প্রাকৃতিক দুর্যোগ। এ দূর্যোগ থেকে কেটে ওঠার জন্য ইতিমধ্যেই জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গরমে কোনো পশুর সমস্যার তথ্য পেলে ব্যবস্থা নিচ্ছি। তাপপ্রবাহে গবাদিপশু খাওয়া কমিয়ে দেয়। এ কারণে দুধের উৎপাদন সামান্য কমে গেছে। তবে তাপমাত্রা কমে গেলে আবার উৎপাদন স্বাভাবিক হবে। অব্যাহত প্রচন্ড গরমে মুরগির খামারের অবস্থা ঝুকিপূর্ণ। তবে টিনের শেডে চট ভিজিয়ে রাখতে বলা হয়েছে মুরগি খামারীদের। ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে দিতে হবে। ইতিমধ্যেই খামারিদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং সকল কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে।###

চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ

আজ (৭ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামের চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মির্জা জাকির।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও কন্ঠ শিল্পী মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাজনীতিবি মোঃ আরিফুর রহমান।

স্কুলের শিক্ষিকা মাইশা আক্তারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা মারিয়া আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, অনামিকা আক্তার, মিম আক্তার, মুক্তা রানী, মুনমুন আক্তার, হাসান গাজী , জান্নাত আক্তার, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহ নেওয়াজ, সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা জাকির বলেন আমি ছোট থেকেই দেখেছি সাংবাদিক রোকনুজ্জামান রোকন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে এর মধ্যে অন্যতম হলো কোন মানুষ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়াতো এমনকি কোন মানুষ বিপদে পড়লে তার কাছে আসতো সে আমাদের কাছে নিয়ে আসতো এটা ছোট থেকেই তিনি করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ স্ট্রোক কেয়ারের সাফল্য উদযাপন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, মামুন মহাসচিব ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা আগামী বছরই জাতীয় নির্বাচনঃ শিক্ষা উপদেষ্টা দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে ড্রাগণ সোয়েটার অ্যান্ড শিপিং লিমিটেড দিল্লির বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস’র কর্মসূচী ঘোষণা ২৩ বিশ্ববিদ্যালয় থাকছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গত সপ্তাহে লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক শেয়ারবাজারে মূলধন কমেছে ৬৫১ কোটি ৪২ লাখ টাকা আজ শেষ হচ্ছে এটিএস এক্সপো-২০২৪ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল নির্বাচন কমিশনে চার কমিটি গঠন দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস হাজীগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড ভারতীয়দের জন্য বাংলাদেশের দরজা কঠিন হচ্ছে সাম্প্রদায়িকতা রুখে দিতে ভারতীয় জনগণকে আহ্বান বিশিষ্টজনদের ডাচ-বাংলা ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ দিন উড়তে থাকা পাকিস্তানকে বিদায় করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ