খুঁজুন
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

পুলিশি বাধায় পণ্ড ১২ দলীয় জোটের ভারতবিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
পুলিশি বাধায় পণ্ড ১২ দলীয় জোটের ভারতবিরোধী সমাবেশ

গাজী মহিনউদ্দিনঃ

পুলিশি বাধা উপেক্ষা করে ভারত বিরোধী মিছিল করেছে ১২ দলীয় জোট। হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট পেস্টুন প্লে-কার্ড এবং ব্যানার হাতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা ।

২৪শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলের প্রস্তুতি নেয়ার পূর্বেই পুলিশি বাধার মুখে পড়ে ১২ দলীয় জোট এর মিছিলটি।

পুলিশ জোটের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। ব্যানার ছাড়াই ১২ দলীয় জোট নেতৃবৃন্দ মিছিল শুরু করেন এবং পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ দলীয় জোটের নেতাকর্মীরা সমাবেশের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে জড়ো হতে থাকেন। এ সময় তারা স্লোগানও দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং জোট নেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে নেতারা পুলিশি বাধায় সমাবেশ না করে বিক্ষোভ মিছিল শুরু করেন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তখন বলেন, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন। এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে দিতে পারি না।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বারো দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহেসানুল হুদা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবীব লিংকন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন।

চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের

ওয়ালটন পণ্য বিশ্বব্যাপী সমাদৃত। সাম্প্রতিক সময়ে চীনে মেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’ এর ৭ম আসর অংশ নিচ্ছে ওয়ালটন। এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’ চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ।

শীর্ষ সংবাদ:
চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের ইস্টার্ন লুব্রিকেন্টস ৯০ শতাংশ লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সম্পন্ন ট্রাম্পের জয়ে বিশ্বব্যাপী শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাংলাদেশ উল্টোপথে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের অনিয়ম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর জাল দলিল করে ৯০০ কোটি টাকা হাতিয়ে নেন সাবেক বিচারপতি মানিক ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন মার্কিনীরা বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প স্বর্নযুগে বিআরটিসি, দেশেই তৈরি হবে যাত্রীবাহী বাস শেখ হাসিনাসহ পলাতক আসামীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম কমল ১ টাকা ‘মাওলানা সাদকে আসতে দিলে, সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে’ ডিএসইতে আজকের লেনদেন ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা