শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ৪ অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়
অনলাইন ডেস্ক:
টি-টোয়েন্টির প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। কিউইদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলে ৪ হাঁকিয়ে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। স্বাগতিকদের ৪৩ রানে হারের স্বাদ দিয়েছিল অজিরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও দুদলের লড়াইয়ে জয় পেল অস্ট্রেলিয়া।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হাতে রেখে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের ২১৫ রানের জবাবে শেষ বল অবধি খেলেতে হয়েছে অস্ট্রেলিয়ার। শেষ বলে অজিদের প্রয়োজন ছিল ৪ রান। ঠিকই বাউন্ডারি বাউন্ডারি মেরে কিউইদের হৃদয় ভেঙেছেন টিম ডেভিড। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৬ উইকেটের জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
২১৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও তাণ্ডব শুরু করে। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে অজিরা। ২০ বলে ৩২ রানে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৫ রানের ছোট একটা বিধ্বংসী ইনিংসে বিদায় নেন। তবে একপ্রান্তে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক মিশেল মার্শ।
নিউজিল্যান্ডের ২১৬ রানের জবাবে ১৮ ওভার শেষে ১৮১ রান দাঁড়ায় অস্ট্রেলিয়ার। অর্থাৎ শেষ ১২ বলে জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৬ রান। এমন শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাট হাতে দক্ষতার পরিচয় দেন মিচেল মার্শ ও টিম ডেভিড। ৪৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৭২ রানের ইনিংস খেলেন মার্শ। আর শেষ বলে চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো ডেভিড মাত্র ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই অলরাউন্ডারের ব্যাট থেকেই শেষ বলে কাঙ্খিত বাউন্ডারি এসেছে।
এর আগে প্রথমে ব্যাটিং নেমে ঝড় তোলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৭ বলে ৩ ছক্কা আর ২ চারে ৩২ রানে ফেরেন অ্যালেন। অন্যপ্রান্তে তাণ্ডব অব্যাহত রাখেন কনওয়ে। কিউই ওপেনারের সঙ্গে যোগ দেন রাচিন রবীন্দ্র। ২টি চার ও ৬টি ছক্কা সর্বোচ্চ ৬৮ রান করেন রবীন্দ্র। আর কনওয়ে ৫টি চার ও ২টি ছক্কায় ফেরেন ৬৩ রান। এছাড়া গ্লেন ফিলিপস ১৯ ও মার্ক চাপম্যান ১৮ রান করেন। তাতে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
আপনার মতামত লিখুন