খুঁজুন
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ৪ অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ৪ অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টির প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। কিউইদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ বলে ৪ হাঁকিয়ে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। স্বাগতিকদের ৪৩ রানে হারের স্বাদ দিয়েছিল অজিরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও দুদলের লড়াইয়ে জয় পেল অস্ট্রেলিয়া।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ৩ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হাতে রেখে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের ২১৫ রানের জবাবে শেষ বল অবধি খেলেতে হয়েছে অস্ট্রেলিয়ার। শেষ বলে অজিদের প্রয়োজন ছিল ৪ রান। ঠিকই বাউন্ডারি বাউন্ডারি মেরে কিউইদের হৃদয় ভেঙেছেন টিম ডেভিড। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৬ উইকেটের জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

২১৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও তাণ্ডব শুরু করে। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে অজিরা। ২০ বলে ৩২ রানে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ২৫ রানের ছোট একটা বিধ্বংসী ইনিংসে বিদায় নেন। তবে একপ্রান্তে ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক মিশেল মার্শ।

নিউজিল্যান্ডের ২১৬ রানের জবাবে ১৮ ওভার শেষে ১৮১ রান দাঁড়ায় অস্ট্রেলিয়ার। অর্থাৎ শেষ ১২ বলে জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৬ রান। এমন শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাট হাতে দক্ষতার পরিচয় দেন মিচেল মার্শ ও টিম ডেভিড। ৪৪ বলে ৭ ছক্কা ও ২ চারে ৭২ রানের ইনিংস খেলেন মার্শ। আর শেষ বলে চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জেতানো ডেভিড মাত্র ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই অলরাউন্ডারের ব্যাট থেকেই শেষ বলে কাঙ্খিত বাউন্ডারি এসেছে।

এর আগে প্রথমে ব্যাটিং নেমে ঝড় তোলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ১৭ বলে ৩ ছক্কা আর ২ চারে ৩২ রানে ফেরেন অ্যালেন। অন্যপ্রান্তে তাণ্ডব অব্যাহত রাখেন কনওয়ে। কিউই ওপেনারের সঙ্গে যোগ দেন রাচিন রবীন্দ্র। ২টি চার ও ৬টি ছক্কা সর্বোচ্চ ৬৮ রান করেন রবীন্দ্র। আর কনওয়ে ৫টি চার ও ২টি ছক্কায় ফেরেন ৬৩ রান। এছাড়া গ্লেন ফিলিপস ১৯ ও মার্ক চাপম্যান ১৮ রান করেন। তাতে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের তরুণ যুবকেরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়। দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশেষ করে আমি তরুণদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন তবে এটি কখনোই হবে না।’

তরুণদের দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন। কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে।’

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি যদি ছাত্রবিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অপরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না।’

সূত্র- বাসস

শীর্ষ সংবাদ:
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে নাঃ এনবিআর চেয়ারম্যান নতুন সংবিধান কার্যকর করবে বর্তমান সরকারঃ মাহফুজ আলম ২৮ হাজার ৭৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে অক্টোবরে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সীমা প্রত্যাহার দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু ২২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ইলিশ ধরা শুরু কূটনৈতিক মিশনে পরিবর্তন হচ্ছে ‘গভর্নর হাউজ’ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর কমতে পারে দূর্নীতি-অদক্ষতায় পুঁজিবাজারের পরিস্থিতি করুণঃ ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের পোশাক মালদ্বীপ হয়ে রপ্তানি হচ্ছে, ভারতের মাথায় হাত সাত কলেজের শিক্ষার্থীদের আগামী দুই দিন ক্লাশ-পরীক্ষা বর্জন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা