খুঁজুন
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১

চট্টগ্রাম আদালতে ওসি-জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
চট্টগ্রাম আদালতে ওসি-জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রুবেল দে নামে এক হাজতির মৃত্যুর ঘটনায় বোয়ালখালী থানার ওসি, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বন্দি থাকাকালিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান এ হাজতির মৃত্যু হয়।

আদালত মামলার আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন। মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলার আবেদন করেন মৃত রুবেলের স্ত্রী পুরবী পালিত।

মামলার আবেদনে বিবাদিরা হলেন- বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন, পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আবু মুসা, সাইফুল ইসলাম, রিযাউল জব্বার, কনস্টেবল কামাল, আসাদুল্লাহ এবং কারাগারের জেলার এমরান হোসেন মিয়া, ডেপুটি জেলার নওশাদ মিয়া, আখেরুল ইসলাম, সুমাইয়া খাতুন, মো. ইব্রাহিম, কারাগারের ওয়ার্ড মাস্টার।

অভিযোগ বলা হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি বিকেল ৩টার দিকে বোয়ালখালী উপজেলার দক্ষিণ জৈষ্ট্যপুরার নিজ বাড়ি থেকে ওসির নির্দেশে এসআই এস এম আবু মুসা, চৌকিদার জয় চক্রবর্তী এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চৌধুরী মো. হাসান চৌধুরী সহযোগিতায় বিনা কারণে রুবেল দে কে গ্রেপ্তার করা হয়। তাকে রাত ৮টার দিকে মদসহ গ্রেপ্তার করে ভুয়া মামলা সাজান।

ওইদিন রাত ৯টার দিকে পুলিশ মোবাইল ফোনে কল করে রুবেল দে কে ছাড়িয়ে নেওয়ার জন্য তার পরিবারের কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে ৫০০ লিটার চোলাই মদ দিয়ে মিথ্যা মাদক মামলা সাজিয়ে চালান দেয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
ভিকটিম রুবেলের পরিবার এত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ২০০ লিটার চোলাই মদ উদ্ধারের দেখিয়ে ভুয়া মামলা করেন। পরদিন এসআই রিযাউল জব্বার রুবেল দে’র শারীরিক আঘাতের কথা গোপন রেখে আদালতে সোপর্দ করেন। আদালত রুবেলকে হাজতে পাঠানোর আদেশ দিলে গুরুতর অসুস্থ অবস্থায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে রুবেলের পরিবার সাক্ষাৎ করার জন্য কারাগারে গেলে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় রুবেলকে হুইল চেয়ারে করে নিয়ে আসেন। তারা রুবেলের কপালে, ডান চোখের ভ্রু এর উপর রক্তাক্ত কাটা জখম, মুখ দিয়ে অনবরত লালা ঝরা, সারা মুখমণ্ডলে নীলা ফোলা জখম দেখেন। প্রচণ্ড আহত ও নিস্তেজ অবস্থায় মাথা হেলিয়ে পড়ে আছে। এমনকি কথা বলার কোনো শক্তি বা অবস্থা তার ছিল না।

এমন অবস্থার কারণ জানতে চাইলে কারারক্ষীরা কোনো জবাব দেননি। বিষয়টি আইনজীবীকে জানালে মামলার ১ থেকে ৯ নম্বর বিবাদীর দ্বারা প্ররোচিত হয়ে ১০ থেকে ১৫ নম্বর বিবাদী ভিকটিমকে তাদের হেফাজতে অকথ্য নির্যাতন করেন।

যার পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি রুবেলের আইনজীবী তার বিরূপ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আদালতকে অবগত করলে সুচিকিৎসার জন্য জেল সুপারকে নির্দেশ দেন আদালত। পরদিন সকাল ৮টায় রুবেল দে’র স্ত্রী পুরবী পালিত ইউপি সদস্য প্রদীপ সূত্রধরের মাধ্যমে জানতে পারে তার স্বামী মারা গেছেন এবং মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এরপর রুবেলের পরিবার মর্গে গিয়ে সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
বাদিপক্ষের আইনজীবী অজয় ধর বলেন, গত ৪ জানুয়ারি আদালত জেল সুপারকে রুবেলের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন, আর রাতেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। জেল সুপার এই দায় এড়াতে পারেন না। কারণ আমার মক্কেল গ্রেপ্তারের সময় পুরোপুরি সুস্থ ছিলেন। ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন রুবেলের স্ত্রী পুরবী পালিত। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলার আবেদন জমা নিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী শুনানির জন্য তারিখ দেবেন বলেছেন।

বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, রুবেলকে বোয়ালখালীর পাহাড়ী অঞ্চল থেকে মাদকসহ ধরার পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান। মৃত্যুর আগে তাকে নির্যাতন করা হয়েছে কোনো অভিযোগ কেউ করেনি। আমাদের নাজেহাল করার উদ্দেশে এ মামলার আবেদন।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন ফোন ধরেননি। তবে এক কারা কর্মকর্তা বলেন, রুবেল মাদকাসক্ত ছিলেন। কারাগারে আসার পর মাদক খেতে না পেরে তিনি পাগলপ্রায় হয়ে যান। মাদক খেতে না পেরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। কারাগারে কেউ তাকে নির্যাতন করেননি।

তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের তরুণ যুবকেরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়। দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশেষ করে আমি তরুণদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন তবে এটি কখনোই হবে না।’

তরুণদের দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন। কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে।’

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি যদি ছাত্রবিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অপরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না।’

সূত্র- বাসস

শীর্ষ সংবাদ:
তরুণরা নিজেদের জন্য নতুন দেশ চায়ঃ ড. ইউনূস আগামী দিনে কাগজের রিটার্ন জমা নেওয়া হবে নাঃ এনবিআর চেয়ারম্যান নতুন সংবিধান কার্যকর করবে বর্তমান সরকারঃ মাহফুজ আলম ২৮ হাজার ৭৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে অক্টোবরে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সীমা প্রত্যাহার দরবৃদ্ধির শীর্ষে আফতাব অটোমোবাইলস লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু ২২ দিন বন্ধ থাকার পর আজ থেকে ইলিশ ধরা শুরু কূটনৈতিক মিশনে পরিবর্তন হচ্ছে ‘গভর্নর হাউজ’ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে ৯ দফা দাবি পেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর আরোপিত কর কমতে পারে দূর্নীতি-অদক্ষতায় পুঁজিবাজারের পরিস্থিতি করুণঃ ডিএসই চেয়ারম্যান বাংলাদেশের পোশাক মালদ্বীপ হয়ে রপ্তানি হচ্ছে, ভারতের মাথায় হাত সাত কলেজের শিক্ষার্থীদের আগামী দুই দিন ক্লাশ-পরীক্ষা বর্জন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা