সমঝোতায় পার্লামেন্টে যাচ্ছে ইমরান খানের দল
আন্তর্জাতিক ডেস্ক:
নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে সমঝোতা মেনে পার্লামেন্টে যাচ্ছে ইমরান খানের দল। দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৈরি হয় জটিলতা। যার কারণে এখনও সরকার গঠন হয়নি।
নির্বাচনকে কেন্দ্র করেন আবারো আলোচনায় আসে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআই।
অলোচনার অগ্রগতির পরই পিছুটান দিচ্ছে শরিক দলগুলো। অন্যদিকে সমঝোতা ছাড়াই শেষ হয়েছে অন্যতম দুই দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আসন ভাগাভাগির বৈঠক। এমন পরিস্থিতির মধ্যে নতুন দলে যোগ দিয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলি খান বলেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের যারা জাতীয় পরিষদ এবং খাইবার পাখতুনখাওয়াও পাঞ্জাবে নির্বাচিত হয়েছেন তারা নতুন দলে যোগ দিচ্ছেন। এসব প্রার্থী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে পার্লামেন্টে যাবেন।
পার্লামেন্টে যেতে সমঝোতায় পৌঁছাল ইমরান খানের দল| পাকিস্তানে সরকার গঠন নিয়ে আজ আসতে পারে বড় ঘোষণা | তিনি বলেন, আমাদের প্রার্থীরা পরস্পরের সম্মতিতে তাদের হলফনামা জমা দিয়েছেন। আজ আমরা ঘোষণা দিচ্ছি, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন।
এর আগে রোববার জিও নিউজ জানায়, পিটিআইয়ের নেতা আলি মুহাম্মদ খান বলেছেন, তার দল সরকার গঠনের জন্য পিএমএল-এন বা পিপিপি ছাড়া যে কোনো দলের সঙ্গে আলোচনা করতে পারে।
এ ছাড়া ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআইয়ের এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।
পিপিপি ও পিএমএল-এনকে ইঙ্গিত করে ওমর আইয়ুব বলেন, এই দলগুলো ৪০টি আসনও জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তিনি।
আপনার মতামত লিখুন