খুঁজুন
শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক, ১৪৩১

তামাকের পরিবর্তে কৃষি ফসল চাষাবাদে আগ্রহী সাধারণ কৃষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ
তামাকের পরিবর্তে কৃষি ফসল চাষাবাদে আগ্রহী সাধারণ কৃষক

রংপুর অঞ্চলে তামাকের পরিবর্তে গম ও ভূট্টা চাষে ঝুঁকে পড়ছে কৃষকেরা। তারা জানিয়েছেন, তামাক চাষে স্বাস্থ্য ঝুকি থাকায় সেজন্য অন্যান্ন ফসল চাষ করছে তারা। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) তামাক চাষে কৃষদের নিরুসাহিত করতে অন্যান্ন ফসলের চাষে স্বল্প সুদে ঋণ দিচ্ছে।

তামাক তাড়াও ভূট্টা ও গমের চাষ বাড়াও এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত (ইউসিবি) ব্যাংকের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএসএ বেগম রোকেয়া মিলোনায়তনে এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এই প্রশিক্ষণে রংপুরের আট উপজেলার ২৫০ জন কৃষক অংশ গ্রহণ করে।

(ইউসিবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর আবু ফরাহ মো, নাসের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকি (ইউসিবি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংসহ সকল প্রতিষ্টানের মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তিনি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের গৃহিত উদ্যোগে সন্তষ প্রকাশ করেন। তিনি বলেন, তারা অত্যন্ত নিষ্টার সাথে কৃষি কমিউনিটির উন্নয়নে কাজ করে যা্েছন। আথিক খাতের অন্যান্ন প্রতিষ্টানের এমন উদ্যোগ গ্রহণে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন।
তিনি বলেন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের অংশিদারিত্ব মূলক উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দেশের উন্নয় ও প্রবৃদ্ধিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কৃষিখাতের কারিগর হচ্ছেন দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তরা।
পূর্ব হরিণচড়া এলাকার খামারী ফজলুর রহমান তার জমিতে আগে তামাক চাষ করতেন । এখন তিনি তামাকের চাষ কমিয়ে গম ও ভূট্টা চাষ করছেন। এসব ফসল উৎপাদনে তাকে সরার বীজ, জৈবসার, কিটনাষকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। তিনি জানান, আগামীতে তামককে একেবারেই বিতাড়িত করা হবে। তার মতো সেখানকার অনেকেই গম ও ভূট্টার চাষ করছেন।

সভাপতির বক্তব্যে (ইউসিবি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদেরী ভরসা নতুন জানালার প্রকল্পে রুপরেখা তুলে ধরেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারী লালমনিহাটের হরিণচড়া এলাকায় তামাকের পরিবর্তে একশ’ একর জমিতে গম ও ভট্টা চাষাবাদ প্রকল্প পরিদর্শণ করেন বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর আবু ফরাহ মো, নাসের। সেখানে তিনি কৃষকের বিশ্রাম ছাউনি ও সোলার প্যানেলের মাধ্যমে সেচ প্রকল্পের উদ্ধোধন করেন। এরপর তিনি কৃষকদের মাঝে সার, ডিম ফুটানো মেশিন, ভট্টা মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ কাল

ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (১ নভেম্বর) বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন।

জিএম কাদের বলেন, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকালই সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, আমি কারও নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনও সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে। আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশিরভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত।

এদিন বিকালে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন,  জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ পার্টির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে (২ নভেম্বর) শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি।

এদিন বেলা ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শীর্ষ সংবাদ:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ কাল মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণরা বাংলাদেশের নেতৃত্ব দিবেঃ মো. নাহিদ ইসলাম পলিথিন বন্ধে রবিবার থেকে অভিযান ইসরায়েলের বর্বরতায় গাজায় নিহত ৪৩ হাজার ২০০ জন মারাত্মক দূষিত বাতাসের শহর ঢাকা সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার নারী ফুটবল দল দেশে ফিরবে আজ, ছাদখোলা বাসে যাবে বাফুফে ভবনে পুলিশসহ প্রতিটি হত্যার বিচার করতে হবেঃ জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পুতুলের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার সোনার দাম বৃদ্ধিতে আবারও রেকর্ড আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ইস্টার্ণ ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ দিবে এশিয়াটিক ল্যাবরেটরিজ আয় কমেছে প্রিমিয়ার ব্যাংকের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ তৃতীয় প্রান্তিকে লোকশানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে  গ্রেফতার কালবেলা-বাংলাদেশ প্রতিদিন সম্পাদকসহ ২৮ সাংবাদিকের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট