সফলতার নামে সবই মূলত প্রতিযোগিতা
আমরা যেসব অর্জনকে সফলতা মনে করি, প্রকৃত অর্থে আসলেই কী সেসব সফলতা? সফলতা তো মন প্রশান্ত করবে, নিশ্চিন্ত করবে, এরপর আর কোন চাওয়া মনের মধ্যে আসবে না। কিন্তু আমরা পৃথিবীতে যেসব অর্জনকে সফলতা মনে করি, সেসব তো আমাদের চাপে ফেলে দেয়, দুশ্চিন্তায় ঘিরে রাখে।
একটা উদাহরণ দেই, বিষয়টা পরিষ্কার হবে।শাহরুখ খানের ‘পাঠান’ মুভিটি বিশাল ব্যবসা করল। হাজার কোটি রুপির উপরে আয় করল। আমাদের ব্যাখ্যায়, শাহরুখ খান ‘পাঠান’ মুভির মাধ্যমে সফল। কিন্তু শাহরুখ খান কী এই ছবি করার পরে বসে থাকতে পেরেছে?
এরপর আবার সফলতার জন্য তাকে ‘জাওয়ান’ মুভি করতে হয়েছে। সেটাও বিশাল ব্যবসা করেছে। কিন্তু এরপরও কী শাহরুখ বসে থাকতে পেরেছে? যদি শাহরুখ চিন্তা করত যে, আমার ‘জাওয়ান’ মুভি বিশাল ব্যবসা সফল, আমি তো সফল মানুষ, আমার আর মুভি করার দরকার কী?
তাহলে বিষয়টা কী হতো? সেক্ষেত্রে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ মুভি দেখার পর সবাই রণবীরকে নিয়ে ব্যস্ত হয়ে যেতো। শাহরুখ পুরানো হয়ে যেত।
এখানে অবশ্যই ভাবনার বিষয় আছে। আপনি পৃথিবীতে যত অর্জনই করুন না কেন, আপনাকে আবার নতুন কিছু অর্জনের জন্য কাজে নেমে যেতে হবে। যদি ঠিক সময় মতো নামতে না পারেন, তাহলে পৃথিবীতে আমাদের সৃষ্ট এই সফলতা নামক প্রতিযোগিতার খেলায় আপনি হারিয়ে যাবেন। আপনাকে কেউ মনে রাখবে না।
আবার শাহরুখ খানের বিষয়ে আসি। জাওয়ানের বিশাল সফলতার পর শাহরুখ খান আবার ‘ডানকি’ মুভি নিয়ে আসলো। ভালো ব্যবসা করছে। এখনও কী শাহরুখ সময়টাকে উদযাপন করতে পারছে? শাহরুখ তো চিন্তায় আছে, ‘সালার’ মুভি তার চেয়ে যদি বেশি ব্যবসা করে, তাহলে তার আগের দু’টি মুভির সফলতার কথাও কিছুটা ম্লান হয়ে যাবে। সবাই তখন প্রভাসের ‘সালার’ মুভির কথা বলবে।
মূলকথা, আপনি যত ভালো কিছুই করেন, যত অর্জনই করেন, আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারছেন না। বসে থাকলেই, নতুন কেউ এসে তার নতুন অর্জনের মাধ্যমে আপনার কথা ভুলিয়ে দেবে। আর একেই আমরা পৃথিবীতে সফলতা বলে থাকি!
এটাকে সফলতা না বলে প্রতিযোগিতা বলা যেতে পারে। যে প্রতিযোগিতায় প্রতি ক্ষেত্রেই আপনাকে জেতার জন্য নামতে হয়। জিততে পারবেন কিনা, তার জন্য দুশ্চিন্তা করতে হয়। আবার জিতে গেলেও পরবর্তী প্রতিযোগিতার জন্য আবার আপনাকে প্রস্তুতি নিতে হয়। যার কোন শেষ নেই।
অথচ সফলতা তো সেটাই হওয়া উচিত, যেটা পাওয়ার পরে আপনার পরবর্তীতে আর কিছু পাওয়ার প্রয়োজন হবে না। এবার ভাবুন, পৃথিবীতে কী সেই সফলতা পাওয়া সম্ভব? না, সম্ভব নয়।
মূলত, সফলতা হবে তাই, যা মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তায়ালা উপহার দিবেন। যদি আপনি আল্লাহর দয়ায় জান্নাত পেয়ে যান, আপনি একজন প্রকৃত সফল মানুষ। আপনার আর কিছু চাওয়ার প্রয়োজন হবে না, কিছু পাওয়ার জন্য আপনাকে আর দৌড়াতে হবে না, তখন আপনি আপনার সফলতা চিরকাল উপভোগ করতে পারবেন।
লেখকঃ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
আপনার মতামত লিখুন