খুঁজুন
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

ষোড়শী যুবতীসহ বাবা-মাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ণ
ষোড়শী যুবতীসহ বাবা-মাকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধারে কাজ করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর।

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম নিহতদের স্বজনদের বরাত দিয়ে বলেন, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা রোববার রাত থেকে সোমবারের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর ঢাকা পোস্টকে বলেন, নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গেছে বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এরপরের যেকোনো সময় এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি। এরপরও যেহেতু সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে তাই সেভাবেই কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা দায়ের হবে।

সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করেছে।

বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর সাকিব আল হাসান ও তার স্ত্রীর হিসাব তলব করা হয়ে‌ছিল।

সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রসঙ্গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনি আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে ৫ আগস্টের পটপরিবর্তনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই দেশের বাইরে আছেন তিনি। সাকিব আল হাসানের বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলাও হয়েছে।

শীর্ষ সংবাদ:
সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ ২৭ বিসিএসে বঞ্চিত ১১১৪ জনের রিভিউ আবেদন শুনবেন সর্বোচ্চ আদালত পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে পুরোদমে ট্রেন চলবে ২০ নভেম্বর থেকে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের ইস্টার্ন লুব্রিকেন্টস ৯০ শতাংশ লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সম্পন্ন ট্রাম্পের জয়ে বিশ্বব্যাপী শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাংলাদেশ উল্টোপথে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের অনিয়ম তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর জাল দলিল করে ৯০০ কোটি টাকা হাতিয়ে নেন সাবেক বিচারপতি মানিক ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন মার্কিনীরা বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প স্বর্নযুগে বিআরটিসি, দেশেই তৈরি হবে যাত্রীবাহী বাস শেখ হাসিনাসহ পলাতক আসামীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার হাইমচরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে কুপিয়ে জখম চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক ইব্রাহীম কাজী জুয়েল গুরুতর অসুস্থ ঢাকা-ময়মনসিংহ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন